Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা#বিভাগঃ কবিতা #শিরোনামঃ ফাগুনে দারুণ এ সময় #কলমেঃ মধুপর্ণা বসু #তারিখঃ ৬/৪/২০২১
কি করে লিখি বলো দখিন হাওয়া কোথাও নাম তার পলাশ মাস।আমার চোখে পড়ে বিষের ধোঁয়া মনেতে ছায়া ফেলে সর্বনাশ। 
খেয়ালী ভাবনায় রাঙানো আকা…

 


#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা

#বিভাগঃ কবিতা 

#শিরোনামঃ ফাগুনে দারুণ এ সময় 

#কলমেঃ মধুপর্ণা বসু 

#তারিখঃ ৬/৪/২০২১


কি করে লিখি বলো দখিন হাওয়া 

কোথাও নাম তার পলাশ মাস।

আমার চোখে পড়ে বিষের ধোঁয়া 

মনেতে ছায়া ফেলে সর্বনাশ। 


খেয়ালী ভাবনায় রাঙানো আকাশ 

শান্তি পায়রা মারে ফন্দিবাজে,

অমলতাস ফুলে ঝরানো বাতাস

ফাগুন জ্বলে ওঠে ক্ষিধের লাজে। 


তোমরা বলো তাকে ঋতুর রাজা 

আমার সামনে হাঁটে হন্তারক, 

পলাশে শিমুলে লাল রক্তে তাজা

জনতা বুঝেছে কারা প্রবঞ্চক। 


আবিরে গুলাল হোরী খেলছে কারা

আপোষে ঢাকা রঙবদল ঝুট্।

আমার ফাগুন যায় পাগল পারা,

নির্বিকারে দেখি ভোটের বুথ। 


বসেছে চৈতালী রাতের আসর 

পূর্ণিমায় ভেজা মনের ভুল।

আমার বসন্ত মাস গুমরে কাতর 

সামলে রাখা কিছু চৈত্র ফুল।