Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

তোমার সুর,আমার সুর // দে বা শী ষ
তুমুল রোদে শুকিয়ে পাঁজর কিসের লড়াই কেউ জানিনা,রক্ত ঝরে, যায় তাজা প্রাণ, মুক্তি কোথায়? নেই ঠিকানা।
পাইনা কোন অর্থ খুঁজে তবুও আখের গুছিয়ে চলা ,কর্মী কারা? দিশার দশায়, খিদের নগর আত্মহারা।
সেই শিশুটা …

 




তোমার সুর,আমার সুর // দে বা শী ষ


তুমুল রোদে শুকিয়ে পাঁজর কিসের লড়াই কেউ জানিনা,

রক্ত ঝরে, যায় তাজা প্রাণ, মুক্তি কোথায়? নেই ঠিকানা।


পাইনা কোন অর্থ খুঁজে তবুও আখের গুছিয়ে চলা ,

কর্মী কারা? দিশার দশায়, খিদের নগর আত্মহারা।


সেই শিশুটা বাগান বানায় , ফুল চাষী হয়, পরিবেশের , 

আমরা আবার শেকল পড়াই, জড়িয়ে ফেলি চাহিদাদের।


আদেশ, উপদেশের ভিড়ে লড়াই যখন একলা চলা,

মানুষ কোথায় ? খুঁজতে গিয়ে চিৎকারে রোজ ফাটছে গলা।


গণিতবিদের শূন্য খাঁচায়,হিসেব নিকেশ জলাঞ্জলি।

স্বাধীনতা বিকিয়ে দিয়ে তোমার সুরেই কথা বলি ।


আবার কবে দেখবো সকাল? আবার কবে মানুষ হবো,  

ভালোবাসার সুরে চেপে, ভবিষত্যের মন ভোলাবো !