Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিষয় -কবিতাশিরোনাম-কোকিল গিয়েছে উড়েকলমে—জয়া গোস্বামী০৭/০৪/২০২১
বসন্তের কোকিল এসেছিলো বসন্তের সকালে আপন তাগিদে উড়ে গিয়েছে অন্য কোনোদেশেখুঁজে নিয়েছে কি তার প্রিয়াকে কুহু ডাকে উদাস দুপুরেদিয়েছে আবেগে সুধা ঢেলে নবপ্রজন্মের আসাতে!!
আস…

 


বিষয় -কবিতা

শিরোনাম-কোকিল গিয়েছে উড়ে

কলমে—জয়া গোস্বামী

০৭/০৪/২০২১


বসন্তের কোকিল এসেছিলো বসন্তের সকালে 

আপন তাগিদে উড়ে গিয়েছে অন্য কোনোদেশে

খুঁজে নিয়েছে কি তার প্রিয়াকে কুহু ডাকে উদাস দুপুরে

দিয়েছে আবেগে সুধা ঢেলে নবপ্রজন্মের আসাতে!!


আসবে আবার বছর শেষে বসন্তের আগমনে

দেখবে তার প্রিয়া আছে নিজেকে কেমনে ভুলে!!

বিরহের সুর অনেক তুলেছে বসন্তের আগমনে,

কত প্রহর থেকেছে জেগে কে তার হদিস রেখেছে?


শীতের শেষে ঋতুরাজ বসন্তের আশার আগমনে 

চুপি সারে দিন গুনেছে প্রিয় আসবে রাঙাতে 

পলাশ গাছ শ্রী ফিরে পাবে কোকিল আসাতে

নবযৌবনের অগ্রদূতের আশাতে গাছে গাছে 

নব কিশলয়ে উঠবে আবার সম্ভারে সেজে!!


ফুলে ফুলে ভরে ওঠবে বন বনান্তর হেসে,

বসন্তের দূত কোকিলের কুহুতানে চারিদিকে,

মুখরিত হয়ে প্রেম জাগে ,মনে আশা দেখে সকলে!

শিহরণে কুহু কুহু তানে মনের গভীরে কম্পন লাগে!!


বসন্তের বিদায় লগ্নে কোকিল আজ অন্য দেশে

যাবে যে চলে উড়বে দুটি ডানা দিগন্তে মেলে

বিলিন হবে রঙের ছোঁয়া আর নেই কোথাও পড়ে

আজ সব গিয়েছে মনের অগচরে ধুয়ে মুছে !!


গাছের ডালে কোকিল আর আজ আসবে না

ভোরে কুহুতানে মন আজ আর রাঙাবে না!

প্রিয়তম কাতর আহবানে প্রিয়াকে স্মরণ করিয়ে 

দেবে না

উড়বে সে আজ অজানার পথে সব ভুলে প্রহর শেষে!!!