সৃষ্টি সাহিত্য যাপন আবেগ =======রীতা দাশগুপ্তা ===========16, 04, 21==========================কেন জানি না তোমায় নিয়ে ভাবতে ভালো লাগে অপেক্ষায় দিন প্রহর কাটছে না তোমাকে ঘিরে ,অভিধানের শব্দ গুলো মন মন্দিরে ।আজ তুমি কোথায় জানি না কো…
সৃষ্টি সাহিত্য যাপন
আবেগ
=======
রীতা দাশগুপ্তা
===========
16, 04, 21
==========================
কেন জানি না তোমায় নিয়ে ভাবতে ভালো লাগে
অপেক্ষায় দিন প্রহর কাটছে না তোমাকে ঘিরে ,
অভিধানের শব্দ গুলো মন মন্দিরে ।
আজ তুমি কোথায় জানি না
কোন অজানায় বেঁধেছো ঘর।
মনে আছে কি? সে দিনের কথা গুলো
বড্ড একা লাগে সময়ের ফাঁদে বেড়ে চলে
ঝর্ণার গতিতে যখন তোমায় ভাবি
এগিয়ে চলি দুরন্ত এগিয়ে চলা মোহনার দিকে ।
ভাবনা গুলো যেন বাতাসের কানে কানে বলে
বাতাসের তালে তাল মিলিয়ে শুধু সময়ের অপেক্ষা
তাই অনন্য এক শান্তি বার্তা নিয়ে এসেছে
জীবনেরসব পাওয়া গুলো ।
আবেগের স্রোতে ভাসিয়ে দিলাম সব উন্মাদনা
যদি কোনো দিন আশা নিরাশার হিসেব মিলে।
বন্ধ ঘরে নিঝুম ছন্দে কখনো অপেক্ষার খাতায়
তবুও তোমায় ভাবতে ভালো লাগে ।।