#সৃষ্টি সাহিত্য যাপনকবিতা -বছর গুলো ফিরে আসেকলমে-ছবি সিনহা বসু
একটা বছর ছলাৎ ছলাৎনদীর মতো ধায়একটা বছর শান্ত স্নিগ্ধধীর লয়ে বায়।
একটা বছর শুধুই দেবারনেবার নেইতো কিছুএকটা বছর জটিল হিসেবীঘোরে পিছু পিছু।
রকম ফেরে বছর গুলোফিরে ফিরে আসেচৈ…
#সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা -বছর গুলো ফিরে আসে
কলমে-ছবি সিনহা বসু
একটা বছর ছলাৎ ছলাৎ
নদীর মতো ধায়
একটা বছর শান্ত স্নিগ্ধ
ধীর লয়ে বায়।
একটা বছর শুধুই দেবার
নেবার নেইতো কিছু
একটা বছর জটিল হিসেবী
ঘোরে পিছু পিছু।
রকম ফেরে বছর গুলো
ফিরে ফিরে আসে
চৈতী হাওয়া বিদায় নেয়
ভরা বৈশাখ মাসে।
বৈশাখ যে ভালবাসা
সুস্থ সংস্কৃতি
মনের মাঝে জাগ্রত
খুশির সম্প্রীতি।
সকলে সুস্থ থাকুন ভাল থাকুন।
শুভ পয়লা বৈশাখের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকলকে🙏
@ছবি সিনহা বসু