Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা: ফাগুন বৌকলমে: বিভা মিত্র ভদ্রতা: ১০/০৪/২১
ওরে আমার ফাগুন বৌফাগুন মনের মেলা,এখনো কি শেষ হোলনা তোরআগুন প্রেমের খেলা?
বসন্ত যদি যায় চলে যাকফিরবে না এই বেলা,ঋতুর মাঝে সবার প্রিয়দেখায় যে তার রেলা।
চৈত উঠোনে বসে …

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা: ফাগুন বৌ

কলমে: বিভা মিত্র ভদ্র

তা: ১০/০৪/২১


ওরে আমার ফাগুন বৌ

ফাগুন মনের মেলা,

এখনো কি শেষ হোলনা তোর

আগুন প্রেমের খেলা?


বসন্ত যদি যায় চলে যাক

ফিরবে না এই বেলা,

ঋতুর মাঝে সবার প্রিয়

দেখায় যে তার রেলা।


চৈত উঠোনে বসে কি বৌ

ভাঙছিস কাঠের চ‍্যালা?

সারা বিকেল খুঁজতে তোকে

জলে ভাসায় ভেলা।


আয়না উঠে পুকুর থেকে

তোকে দেখছে কত লেলা,

মানুষ খেঁকো চোখ দুটোকে

করিসনে তুই হেলা।


ঐযে দূরে ডাকছে যে বৌ

ও মা.....আ! কোথায় গেলা?

তুই ছাড়া ওই ছোট্ট ছেলে

সবার কাছেই ফেলা।


আয় ফিরে আয় ফাগুন বৌ

ওরে! অনেক হোলো বেলা,

বসন্ত যে আজ বিদায় নেবে

তুই থাকবি কি একেলা?