Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনস্বপ্ন দেখে মন===========সত্যজ্যোতি রুদ্র১৮/০৪/২০২১………………………………………………………………পরীক্ষা, কেবলই ধৈর্যের পরীক্ষা!আরও কত পরীক্ষা চাই? অতীতের শিক্ষা নিয়েঅতঃপর দিতে হবে উচিত শিক্ষা!সমীক্ষার পর সমীক্ষা চালিয়েনিতে হবে রিয়া…

 


সৃষ্টি সাহিত্য যাপন

স্বপ্ন দেখে মন

===========

সত্যজ্যোতি রুদ্র

১৮/০৪/২০২১

………………………………………………………………

পরীক্ষা, কেবলই ধৈর্যের পরীক্ষা!

আরও কত পরীক্ষা চাই? 

অতীতের শিক্ষা নিয়ে

অতঃপর দিতে হবে উচিত শিক্ষা!

সমীক্ষার পর সমীক্ষা চালিয়ে

নিতে হবে রিয়ালিটির শিক্ষা,

গণতন্ত্রের দীক্ষা,

শেখতে হবে বাঁচার মন্ত্র।

হাজার বছর ধরে রুগ্ন পায়ে 

খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা, অসহ্য!

জরাজীর্ণ রুগ্ন সমাজে বারংবার অস্থিরতা, 

অন্ন চাই, বস্ত্র চাই, বাসস্থান চাই

আর কত শোনতে হবে , কান ঝালাপালা। 

তবে, চাওয়া যে অত্যাবশ্যকীয়। 

লজ্জা চাই, সম্ভ্রম চাই,মানবিকতা চাই

মাথা উঁচু করে বাঁচতে চাই

দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা চাই।

চাই সমীকরণ, চাই যোগ্য নেতৃত্ব। 

সে পথে হাঁটতে হাঁটতে 

আর অপেক্ষার প্রহর গুনতে গুনতে

ক্লান্ত শ্রান্ত অবশ কায়া,

তবুও পরিযায়ী মন উড়াল দেয়

দীর্ঘ যাত্রাপথে, 

জীবন ক্ষণে থমকে দাঁড়ায় 

নিরাশার বালুচরে মুখ লুকায়,

অদৃষ্টের জাঁতাকলে পিষ্ট ফি-বছর।

অশনির ছায়া ; নতুন রূপ!

তবুও নতুন ভোরের সূর্য আলো ছড়াবে

বিহঙ্গীনি পথ খুঁজে নেবে,

প্রেমিক তার দু'হাত বাড়াবে প্রসারিত চিত্তে 

জীবনের জয়গানে মুখরিত হবে।

কোকিল গাইবে মধুর সুরে 

ময়ূরী পেখম তুলবে,

বন রাঙাবে পলাশে শিমুলে

মন রাঙাবে রাঙা হোলি।

আমার জমবে মেলা,

বাংলা ভরে উঠবে সোনার থালায়,

বিশ্ব অবাক চেয়ে রবে।

মলয় বাতাসে ভেসে যেতে যেতে,

কুসুমিত সুবাসের পরশ নিতে নিতে

নতুন রতনে ভূষিত হবে ধরণীতল,

চির নতুনেরে দেবে ডাক, বৈশাখ।

মেতে উঠুক জীবনের কলরবে,

আকাশে বাতাসে ধ্বনিত হোক মুুহুর্মুহু হর্ষরোল।

স্বপ্ন--শুধু স্বপ্ন দেখে মন।