Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত‍্য যাপনবিভাগ-কবিতাশিরোনাম-প্রেমের জীবাশ্মকলমে-সুতপা ব‍্যানার্জী(রায়)তারিখ-১০/৪/২১
রক্তক্ষরণের লুকোনো ক্রন্দনে সেরে নেওয়া রোজের হিসেবের বালুচরে শূন‍্য তটের দিকে ক্লান্ত চেয়ে থাকা,মদিরায় লাগে নি ভালোবাসা, শুধু পোড়া নিকো…

 


সৃষ্টি সাহিত‍্য যাপন

বিভাগ-কবিতা

শিরোনাম-প্রেমের জীবাশ্ম

কলমে-সুতপা ব‍্যানার্জী(রায়)

তারিখ-১০/৪/২১


রক্তক্ষরণের লুকোনো ক্রন্দনে সেরে নেওয়া রোজের 

হিসেবের বালুচরে শূন‍্য তটের দিকে ক্লান্ত চেয়ে থাকা,

মদিরায় লাগে নি ভালোবাসা, শুধু পোড়া নিকোটিন

ঝাঁঝরা করেছে বুক, তবু বেঁচে আছে ধূসর পান্ডুলিপি

অসমাপ্ত কবিতার খাতায়, আজ শুধু শুকনো হিসেব,

মিলনেও কি রয়ে যায় প্রেমের আর্দ্রতা? ঝরা পাতার

কাব‍্যে এক ছাদের ব‍্যবধানে নিত‍্য চলে ক্ষয়ে যাওয়া,

কোথাও তা বিচ্ছেদের তীব্রতায় আদায়ী খোরপোষে,

তার চেয়ে লুকোন কথারা মণিমুক্ত হয়ে বেঁচে থাকে,

তিক্ততার কটুতা এড়িয়ে কেমন কুসুমিত হয় সিঞ্চনে,

লঘু পাওয়া না মেটার সমাপ্তীতে সুখের ঘুমের অন্দরে,

ব‍্যর্থ প্রেমের কাঁটার ক্ষতের তকমায় না বিঁধিয়ে প্রায়

অক্লেশে গড়ে উঠুক এক মাধুর্য‍্য, ছড়াক মালতীবনে,

ধূপের ধোঁয়ায় সুরভিত হোক সুপ্তপ্রেমের শূন‍্যপেয়ালা,

বৃষ্টিস্নাত হোক ঘিরে থাকা স্বপ্নগুলো না ফেরার দিনে,

বিচ্ছেদহীন এ এক ঘোর লাগা পোষ‍্য হয়ে থাক মনে,

অন্তরায় হবে না কোনকিছুই যে এ নিভৃত লালনের,

সুখ-দুঃখের অতীত ভাললাগার শিলায় জীবাশ্ম হয়ে।