Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা ঃ কার দায়কলমে ঃ অনন্ত বসুতারিখ ঃ ১১/০৪/২০২১আজ সমাজে যা কিছু হচ্ছে অন্যায়নেপথ্যে নেতাদের উপর দায় বর্তায়।
যখন সন্তান বিপথের দিকে পা বাড়ায়তখন পিতা এড়াতে পারে না তার দায়।
যখন শিক্ষিত করে ক্রমাগত অন্যায়তখন শিক্ষককেও নিত…

 


কবিতা ঃ কার দায়

কলমে ঃ অনন্ত বসু

তারিখ ঃ ১১/০৪/২০২১

      

আজ সমাজে যা কিছু হচ্ছে অন্যায়

নেপথ্যে নেতাদের উপর দায় বর্তায়।


যখন সন্তান বিপথের দিকে পা বাড়ায়

তখন পিতা এড়াতে পারে না তার দায়।


যখন শিক্ষিত করে ক্রমাগত অন্যায়

তখন শিক্ষককেও নিতে হবে এর দায়।


মৃত্যু ঈশ্বরের বিধান মেনে নিতে হয়

কিন্তু ডাক্তারেরও আছে চিকিৎসার দায়।


যখন ভালবাসার মানুষ দূরে চলে যায়

বুঝতে হবে নিজেরও আছে কিছু দায়।


পাপ পুণ্যের বিচার এই জন্মেই হয়

নিজ কর্মফলের কেউ নেবে না দায়।