❤️💜💙💚❤️💜💙💚❤️💜💙💚❤️💜💙💚#তারিখ_০২_০৪_২০২১#বিভাগ_গল্প#শিরোনাম_চাওয়া_পাওয়া#✍️✍️✍️কানন পটুয়া
#পর্ব_০১
সৌমাল্য তার দীর্ঘ দশ বছরের নিরলস পরিশ্রমে তিলতিল করে গড়ে তুলেছে শহরের সব থেকে বড় গাড়ির শোরুম "আকাঙ্খা অটোমোবাইল&q…
❤️💜💙💚❤️💜💙💚❤️💜💙💚❤️💜💙💚
#তারিখ_০২_০৪_২০২১
#বিভাগ_গল্প
#শিরোনাম_চাওয়া_পাওয়া
#✍️✍️✍️কানন পটুয়া
#পর্ব_০১
সৌমাল্য তার দীর্ঘ দশ বছরের নিরলস পরিশ্রমে তিলতিল করে গড়ে তুলেছে শহরের সব থেকে বড় গাড়ির শোরুম "আকাঙ্খা অটোমোবাইল"।শহরের প্রানকেন্দ্রে প্রায় তিন হাজার স্কোয়ার ফিটের বিশাল অভিজাত বাড়ি, তারও নাম "আকাঙ্খা" কি নেই সেখানে, বাগান সুইমিংপুল, জীম।এ সবই সৌমাল্যর স্বপ্ন।
নির্দিষ্ট একটি ছকে বাঁধা জীবন সৌমাল্যর।সংযম, নিয়মানুবর্তিতা,কঠোর পরিশ্রমের একটা জমাট প্যাকেজ হল সৌমাল্য।আজ রবিবার সাপ্তাহিক ছুটির দিন,তাই শোরুমে যায়নি সৌমাল্য।একঘন্টা টানা জীম করে স্নান সেরে হালকা ব্রেকফাস্ট সেরে ব্যালকনিতে বসে অটোমোবাইল ম্যাগাজিন দেখছিল। হঠাৎ মোবাইলে ফোন।হাতে নিয়ে দেখল কলিং আকাঙ্খা...
--- হ্যালো...
--- গুড মর্নিং, কি করছো?
--- এই তো বসেই আছি।
--- বাবা! তুমি, সে আবার বসে আছে? তা কি হয়, নিশ্চয় কিছু কাজ করছো আমি সকাল সকাল ডিস্টার্ব করলাম।
--- না না বলো।
--- আজকে একটু সময় হবে? কিছু কথা ছিল।
--- হ্যাঁ রে বাবা, বলো।
--- না ফোনে নয়।
--- তাহলে?
--- তাহলে আবার কি বুদ্ধুরাম , আজ সন্ধেবেলা বাপী যাবে তোমার বাড়ি , যদি তোমার আপত্তি না থাকে, আমিও যেতে পারি।
--- আহা! কি হেঁয়ালি, আমি বারন করলে তুমি বুঝি আসবেনা?
--- হি হি হি
--- আর শোনো, বাড়িটা আমার নয় , বাড়ির নামটা কি জানো তো?
--- জানি মশাই জানি , আমার নামেই তো বানিয়েছো।
কিভাবে সময়ের সাথে পাল্টে যায় জীবন।এই তো সেদিনের কথা, বাবা মা মারা যাওয়ার পর কাকার বাড়িতে মানুষ হওয়া সৌমাল্যকে কেউ চিনতই না।গ্ৰামের ছেলে, হস্টেলে থেকে পড়াশোনা করা কলেজের সাদামাটা স্টুডেন্ট ছিল সৌমাল্য। সেকেন্ড ইয়ারে পড়ার সময় নবীন বরণ উৎসবে আকাঙ্খার সাথে অনেকটা গায়ে পড়েই পরিচয়। জীবনের প্রথম ভালবাসা সৌমাল্যর।তারপর হঠাৎ করেই প্রস্তাব, কিন্তু মৌনতা সম্মতির লক্ষণ ভেবে আগুনের সমূদ্রে ঝাঁপ,গভীর থেকে গভীরতর ভালোবাসা। কলেজ শেষ করে কয়েকটা টিউশনি আর সর্দারজী'র মোটর গ্যারেজে পার্টটাইম কাজ, কোনো রকমে চলছিল সৌমাল্যর জীবন। আকাঙ্খার স্বপ্নে বিভোর হয়ে দিগ্বিদিক জ্ঞান শুন্য হয়ে একদিন কলেজ ফেরত আকাঙ্খার পথ আটকে জিজ্ঞেস করেই ফেলল সৌমাল্য,"আকাঙ্খা অনেকদিন হয়ে গেল আমার উত্তরটা দিলেনা তো?"
মুচকি হাসল আকাঙ্খা।
#চলবে......