Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা : নিত‍্য খেলাকলমে : মহম্মদ মাহফুজ আলমতারিখ : ২|৪|২০২১
রাতটা বড় গভীর  ভাবুক            দিনটা বড় খুশি,চাঁদটা বড় নীরব থাকে             সূর্য মারে ঘুষি।সকাল বড় কর্ম উদার             সন্ধ‍্যা আরম ডাকে __পরিশ্রমে সকল মানুষ,       …

 


কবিতা : নিত‍্য খেলা

কলমে : মহম্মদ মাহফুজ আলম

তারিখ : ২|৪|২০২১


রাতটা বড় গভীর  ভাবুক

            দিনটা বড় খুশি,

চাঁদটা বড় নীরব থাকে

             সূর্য মারে ঘুষি।

সকাল বড় কর্ম উদার

             সন্ধ‍্যা আরম ডাকে __

পরিশ্রমে সকল মানুষ,

            কর্মে ব‍্যস্ত থাকে।

জন্ম বড় যন্ত্রণা দেয়

           মৃত‍্যু বড় কঠিন,

শিশু থেকে পৌঢ় বেলা

           সুখ-দুঃখের দিন।

এই পৃথিবীর খেলার মাঠে,

    আমরা সবাই খেলোয়াড়,__

কেউবা জিতে কেউবা হারে

    রাগ করোনা আর।

আমরা সবাই ঘুরতে 'সেছি

            নাগরিক বা পথিক ;

ভ্রমণ কাল শেষ হইলে

             পাড়ে, পাড়ি দিব ঠিক।

____________________________

কিতাব - "জীবন যাত্রা"

রচনাকাল - ০৯|০৭|২০১২