Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কালোজিরা দিয়ে ছবি এঁকে প্রয়াত কবি শঙ্খ ঘোষকে শ্রদ্ধা

নরসিংহ দাস
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : নিজের সৃজনশীল শিল্পসৃষ্টির সাহায্যে কালোজিরা দিয়ে মুখাবয়ব এঁকে প্রয়াত কবি শঙ্খ ঘোষকে শ্রদ্ধা জানালেন শিল্পী শিক্ষক নরসিংহ দাস। করোনা আক্রান্ত হয়ে বুধবার প্রয়াত হন কবি শঙ্খ ঘোষ। তাঁর মৃ…

 

নরসিংহ দাস


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : নিজের সৃজনশীল শিল্পসৃষ্টির সাহায্যে কালোজিরা দিয়ে মুখাবয়ব এঁকে প্রয়াত কবি শঙ্খ ঘোষকে শ্রদ্ধা জানালেন শিল্পী শিক্ষক নরসিংহ দাস। করোনা আক্রান্ত হয়ে বুধবার প্রয়াত হন কবি শঙ্খ ঘোষ। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই সারা বাংলা জুড়ে সাহিত্য-সংস্কৃতি জগৎ সহ সমাজের সমস্ত অংশের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সমাজ মাধ্যমে তাঁর অনুরাগীরা বিভিন্নভাবে শ্রদ্ধা জানাতে শুরু করেন। একটু অন্যভাবে প্রয়াত কবি শঙ্খ ঘোষকে শ্রদ্ধা জানালেন পশ্চিম মেদিনীপুর জেলা সদর মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বাসিন্দা এলাহিয়া হাই মাদ্রাসা (উঃ মাঃ) -র ভূগোল বিষয়ক শিক্ষক নরসিংহ দাস। নরসিংহ বাবু কালোজিরা দিয়ে মুখাবয়ব এঁকে কবিকে শ্রদ্ধা জানান। কালোজিরা দিয়ে তৈরি ছবি তিনি ফেসবুকে পোস্ট করেন। তাঁর সেই পোস্টে কবি শঙ্খ ঘোষের অনুরাগীরা যেমন কবিকে শ্রদ্ধা জানিয়েছেন তেমনি শিল্পী নরসিংহ বাবুকে কুর্নিশ জানিয়েছেন। নরসিংহ বাবু বরাবরই এইরকম। কাগজে ছবি আঁকার পাশাপাশি তিনি কখনো কালোজিরা, শাকসব্জি, লতা-পাতা দিয়ে, কখনো দেশলাই কাঠি দিয়ে, কখনো মুসুর ডাল দিয়ে এই ধরনের শিল্প সৃষ্টি করে থাকেন।