Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

এমন প্রেমের প্রেমিকা আমি
রাজার ঘরের রক্ষিত ধনের মধ্যে যে প্রেমের বাসরাগ করো না, সে প্রেমিক-প্রেমিকা আমি নই,,,তৃষ্ণার কলসের মধ্যে ডুবে থাকে যে প্রেম অভিমান করো না, সে প্রেমের-প্রেমিকা আমি নই,,,অন্ধকারে প্রদীপের শিখায় জমে ওঠে যে প্…

 


এমন প্রেমের প্রেমিকা আমি


রাজার ঘরের রক্ষিত ধনের মধ্যে যে প্রেমের বাস

রাগ করো না, 

সে প্রেমিক-প্রেমিকা আমি নই,,,

তৃষ্ণার কলসের মধ্যে ডুবে থাকে যে প্রেম 

অভিমান করো না, 

সে প্রেমের-প্রেমিকা আমি নই,,,

অন্ধকারে প্রদীপের শিখায় জমে ওঠে যে প্রেম, দুঃখ পেয়ো না, 

সে প্রেমিক-প্রেমিকা আমি নই ,,,

মাটির প্রতিমায় হলুদের বর্ণাঢ্য 

গায়ে লাল চেলি হাতে রক্তকরবী, হাওয়ায় উড়ছে এলো চুল,

বাতাসে তখন বসন্তের রঙীন পলাশ, 

লাল মাটিতে মিঠে রোদের ওঠা নামা, 

বাউলের গলায় পল্লি ভাষায় গান, 

দূরে রাখালের বাঁশি আর মাদলের সুর 

এমন প্রেমের প্রেমিকা আমি,,,,

কৃষ্ণচূড়ার তলে দামাল শরীরের ঘেমো গন্ধ,  

গলার হাঁসুলী সরিয়ে দুরন্ত একটা বাতাস এসে পড়বে, 

এমন প্রেমের প্রেমিকা আমি,,,

বালুতটে হাঁটতে হাঁটতে নোনা বালি মাখা ঠোঁটে কেউ গেয়ে উঠবে 

"ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না,

 হারানো স্বপন চোখে এঁকো না" 

আমি তাকিয়ে থাকব নীল সমুদ্রের জলোচ্ছাসের দিকে, 

এমন প্রেমিক-প্রেমিকা আমি,,,, 

হৃদয় অভিসারে ছুঁয়ে থাক শুদ্ধতা, 

নীলিমার আলোয় ভিজিয়ে দিক শরীর, 

গোলাকৃত চাঁদের দিকে তাকিয়ে বলবো - 'ভালোবাসি' 

এমন প্রেমের প্রেমিক আমি।

 ‌ -রাণু গুহ।