Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

ক-ফোঁটা অশ্রু  তুহিনা চক্রবর্তী ৮/০৪/২০২১
আমার শরীর জুড়ে আশ্রয় নিয়েছে কিছু  ধূলিকণা।
আর বুক জুড়ে বিচরণ করে জলপ্রপাত সম যন্ত্রণা।
রাতের নিবিড় কালো পর্দা সরিয়ে উঁকিঝুঁকি মারে।
হাজার কৌতূহলের ভিড়ে, আমার আমি হারিয়ে যায় নিশিভোরে। 
তুমি কে…

 


ক-ফোঁটা অশ্রু  

তুহিনা চক্রবর্তী 

৮/০৪/২০২১


আমার শরীর জুড়ে আশ্রয় নিয়েছে কিছু  ধূলিকণা।


আর বুক জুড়ে বিচরণ করে জলপ্রপাত সম যন্ত্রণা।


রাতের নিবিড় কালো পর্দা সরিয়ে উঁকিঝুঁকি মারে।


হাজার কৌতূহলের ভিড়ে, আমার আমি হারিয়ে যায় নিশিভোরে। 


তুমি কেবলই  বিচ্ছেদ দিয়েছো উপহার,শুধু  কালি ভর্তি কলম দিলেনা ধার। 


তবে কি দিয়ে লিখবো বলো এ জন্মের ধিক্কার।


ভাবের আগুনে দগ্ধ হওয়ার দিন শেষ।


দাড়ি, কমা, পূর্ণচ্ছেদের ব্যবহার শিখেছি বেশ।


এখন কেবলই লিখবো সর্বহারার ব্যথা।


থাকনা সে লেখা ক-ফোঁটা অশ্রু  জলে মেশা।