Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শুধু কবিতারা থাকে,,,,
কাঁচের শিশি ভেঙ্গে ছিল যে মেয়েতার হয়ে কেউ তো বলেছিল।যে কবিতা লিখেছিল সেই কবি,দস্যি ছেলেরা আড় চোখে দেখেছিল।
যে চালায়  জড়ো হল শালিখেরা,চালা ভেঙ্গে দিলো তোমার ইচ্ছে ঝড়ে!ঝগড়া তাদের থেমে গেল সেই থেকে,তবু,শব্দের…


 শুধু কবিতারা থাকে,,,,


কাঁচের শিশি ভেঙ্গে ছিল যে মেয়ে

তার হয়ে কেউ তো বলেছিল।

যে কবিতা লিখেছিল সেই কবি,

দস্যি ছেলেরা আড় চোখে দেখেছিল।


যে চালায়  জড়ো হল শালিখেরা,

চালা ভেঙ্গে দিলো তোমার ইচ্ছে ঝড়ে!

ঝগড়া তাদের থেমে গেল সেই থেকে,

তবু,শব্দেরা আছে হলদেটে পাতা ভরে।


চড়ুই,বাবুই তর্ক করেনা আর,

হাতে গড়া কুঁড়ে প্রসাদের থেকে শ্রেয়,

তাদের গর্ব থেমে গেছে যে পাতায়,

সে পাতা শেখালো স্বাধীনতা স্বর্গের চেয়ে প্ৰিয়।


কত কবিতারা আলোর ফুলকি সম,

নিয়ে আসে ওরা অকাল দীপাবলি।

গল্পেরা জ্বালে রং মশালের আলো,

চড়ুই,বাবুই কবিতার রং তুলি।


রাখাল বালক গরু নিয়ে যেতো মাঠে,

শিশুমন তাকে দিয়েছিল সেই বাঁশি।

সে বাঁশির সুর বাজে না আগের মতো!

মেঠো সুরে আজ আধুনিক স্বরলিপি।


কতনা বদল একটা জীবন দেখে!

কতনা ছন্দ ভুল পথে পা রাখে!

তালে তালে চলা শিখে যায় আ-জীবন,

শুধু কবিতারা থাকে মনের প্রতিটি বাঁকে।


____________পারমিতা মহান্ত