Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা শিরোনাম :রবীন্দ্রনাথের প্রতি কলমে :মৃত্যুঞ্জয় সরকার ০৩/০৫/২০২১
শোনো কবি আজ বদলে গেছে, পৃথিবীর মানচিত্র, আমরা এখন আস্তাকুঁড়ের নিষ্ঠুর প্রতিচ্ছবি, প্রত্যহ হাজারো সংশয়, বিদ্রুপের স্পর্শ রক্তাক্ত মাটির বুকে ছড়ায় বিষাক্ত ধু…



দৈনিক কবিতা 

শিরোনাম :রবীন্দ্রনাথের প্রতি 

কলমে :মৃত্যুঞ্জয় সরকার 

০৩/০৫/২০২১


শোনো কবি 

আজ বদলে গেছে, পৃথিবীর মানচিত্র, 

আমরা এখন আস্তাকুঁড়ের নিষ্ঠুর প্রতিচ্ছবি, 

প্রত্যহ হাজারো সংশয়, বিদ্রুপের স্পর্শ 

রক্তাক্ত মাটির বুকে ছড়ায় বিষাক্ত ধুঁয়া। 


তবু এখনো আমার চেতনায় 

তোমার সৃষ্টির অঙ্কুর মৃদু মৃদু কাঁপে,  

তাই তোমাকে রেখেছি বুকে 

পাখি মার বুকের মতো উষ্ণতায় ঘিরে। 


আজ আমার দেশের দিকে দিকে 

শোষণের বিভৎস দৃশ্য,ধ্বংসের ইঙ্গিত হাঁকে 

পেশাধারী ধর্মের আনাচে কানাচে 

স্বার্থপরতার হিংস্রতা জীবন্ত হয়ে নাচে। 


তবুও নিঃস্তব্দ রাতের মৃত্যুসীমান্তে 

তোমার কবিতা ও গানে সহসা শিহরণ জাগে বৃন্তে, 

আজ চারিদিকে শুধু নিশ্চিত উপবাস 

সাম্রাজ্যবাদের গভীর দীর্ঘশ্বাস। 


নারীত্বের নির্মম অবমাননা 

শোষণ অন্যায় কালোবাজারীর মুখোশ 

দিকে দিকে দেয় হানা। 


তবুও ক্ষুধার্ত হিংসাত্মক দিনে 

তোমার অপূর্ব সৃষ্টিকে, 

এখনো প্রতিষ্টা করি 

শৃঙ্খলিত বাহুর দিকে দিকে। 


গোপনে নির্জনে নিভৃত ক্ষণে ক্ষণে 

তোমার ভাস্বর উপস্থিতি,  

প্রেরণা যোগায় আমার মনে। 


আজ আমার দেশের দিকে দিকে 

বিচ্ছিন্নতা আর সন্ত্রাসের নগ্ন ছবি,  

ভয়ঙ্কর প্রলাপ বকে 

আর আমাদের বছর কাটে,  

অবহেলার রাজ্যে, ধ্বংসের প্রতীক্ষায়। 

টাকার অঙ্কুর বিদেশী ব্যাংকে 

শোষক তবুও জন্মায়। 


তাই আমিও আজকে ভাবি :

"পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি "

বিস্ময়ে, রোমাঞ্চে, শিহরিত হয় 

শোষণের নিষ্ঠুর মাটি। 


আজ তাই আমারো বিশ্বাস :

"নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস 

শান্তির ললিতবাণী শুনাইবে ব্যর্থ পরিহাস।"

তাই আমি প্রতীক্ষায় আছি :

প্রত্যাসন্ন হবে কবে সে সূর্যোদয় 

সত্য, শান্তি, দয়া, প্রেম, নির্ভীক, হৃদয়।