Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাকবিতা – পোস্ট কার্ডবিভাগ – গদ্য কবিতাকবি –  স্বপন গায়েনতারিখ – ০৩/০৫/২০২১ **********************
ভালোবাসার কথা ছোট্ট একটা কার্ডে কী সুন্দর ভাবে গুছিয়ে লেখাডুবুরি মন খুঁজে বেড়ায় পরশ পাথরের সপর্শ পাওয়ার জন্যেজ…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

কবিতা – পোস্ট কার্ড

বিভাগ – গদ্য কবিতা

কবি –  স্বপন গায়েন

তারিখ – ০৩/০৫/২০২১ 

**********************


ভালোবাসার কথা ছোট্ট একটা কার্ডে কী সুন্দর ভাবে গুছিয়ে লেখা

ডুবুরি মন খুঁজে বেড়ায় পরশ পাথরের সপর্শ পাওয়ার জন্যে

জানালার ফাঁক দিয়ে পিওনকে চুপি চুপি  ডেকে বলা - চিঠি আছে।


জীবন হয়েছে অতি আধুনিকতার রঙ মশালে ভরপুর

হৃদয় দুয়ার উজাড় করে মনের কথা বলে ঘন্টার পর ঘন্টা

পোস্ট কার্ড হারিয়ে ফেলেছে তার আপন মাধুর্য।


সুখ দুঃখ মান অভিমান সবই ঐ পোস্ট কার্ডের বুকে এঁকে দিত সবাই

চিঠির প্রতিক্ষায় কেটে যেত সময়ের কণ্ঠস্বর

ধূসর ক্যানভাসের মতো সযত্নে রেখে দিত  হৃদয়ের মণিকোঠায়।


মুক্তির ডানা মেলে উড়ে বেড়ায় অলিখিত ভালোবাসার কাব্য কথা

ছোট্ট একটা পোস্ট কার্ড দেখে কারুর চোখে জল আবার কেউ বা আনন্দে মেতে ওঠে

মানুষ ভুলে যাচ্ছে পুরনো দিনের সেই সব স্মৃতির কথা।


দখিনা হাওয়ায় শরীর জুড়ে বসন্ত উৎসবের সুগন্ধ

পোস্ট কার্ডে খবর এসেছে ছেলে বিয়েতে রাজি কোনো পণ্য লাগবে না

সানাই বাজছে, শঙ্খচিলের ডানার মধ্যে ক্রমশ মিলিয়ে যাচ্ছে পোস্টকার্ডের অস্তিত্ব।।


           ********