Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা প্রতিযোগিতার জন্য ঃকলমে ঃ  অরুণাভ চক্রবর্তী আঙ্গিক  ঃ  পদ্য কবিতাশিরোনাম  ঃ  এক টুকরো   তাং ঃ ১৪.০৫.২০২১.
এক টুকরো মেঘ বৃষ্টি আনতে পারে,একটু হাসি, মন ভিজিয়ে দেয়,এক টুকরো বাসি রুটি ক্ষুধার্ত খুশি,এক অনন্য ঈশারায় জীবন পাল্টায়।

 


কবিতা প্রতিযোগিতার জন্য ঃ

কলমে ঃ  অরুণাভ চক্রবর্তী 

আঙ্গিক  ঃ  পদ্য কবিতা

শিরোনাম  ঃ  এক টুকরো   

তাং ঃ ১৪.০৫.২০২১.


এক টুকরো মেঘ বৃষ্টি আনতে পারে,

একটু হাসি, মন ভিজিয়ে দেয়,

এক টুকরো বাসি রুটি ক্ষুধার্ত খুশি,

এক অনন্য ঈশারায় জীবন পাল্টায়।


টুকরো টুকরো স্মৃতি চোখে আনে জল,

একটু আশ্বাসে বাড়ে মনোবল।

একটু হাতের ছোঁয়া আনে শিহরণ,

একটু ভালোবাসা আর্তের বড় প্রয়োজন।,

একটু স্বেচ্ছায় রক্তদান,বাঁচে অনেক প্রাণ,

একটু হারে রেখোনা কোনো মান-অভিমান।


একটি  কবিতার এক টুকরো কথাকলি,

মনের গভীরে চির দাগ ফেলে আমি বলি।

একটি কবিতার কয়েক টুকরো কথাগুলি,

জনবিদ্রোহের আগুন জ্বালায় কেমন ভুলি?

ক্ষুদ্রবীজে যেমন থাকে মহীরুহের প্রাণ,

সময়ে  ছোট্ট  কবিতা মরা গাঙে আনে বান।


টুকরো টুকরো হয়ে যাওয়া যৌথ পরিবার,

বাবা -মা, ভাই-বোন কে তখন কার?

টুকরো টুকরো হওয়া দেশ-মহাদেশ,

আত্মীয়-স্বজন ছাড়া বলে আছি বেশ।

টুকরো এক গুজবে কতো প্রাণ যায়,

স্বজনহারা মানুষ করে হায় হায়।


নির্লজ্জ ব্যক্তিসত্তা খণ্ড খণ্ড করে,

বেঁচে আছি, টুকরো স্বার্থের ঘোরে।

আমরা এখন টুকরো দ্বীপের অধিবাসী,

টুকরো টুকরো মাংসের কীমা দেখে হাসি। 

টুকরো মাংসের সব আর্তনাদ শোনে কসাই,

ঘুমের ঘোরে আমি তা দেখে বড়ো ভয় পাই।


     দমদম পার্ক ।  কোলকাতা।