Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#শিরোনাম_মেঘ_বালিকা#কলমে_গৌরী_ঘোষ#তারিখ_১৪_৫_২০২১*************************মেঘ বালিকা,তোমাকে দেখেছিলেম খুব কাছ থেকে, সেই উত্তরে, আজও আমার তোমার কথা, ভীষণ মনে পড়ে। 
আমি ছুটেছি তুমি ছুটেছো আর ছুটেছে রেলগাড়ি,সবুজও ছুটেছে একই দুরন্তে…

 


#শিরোনাম_মেঘ_বালিকা

#কলমে_গৌরী_ঘোষ

#তারিখ_১৪_৫_২০২১

*************************

মেঘ বালিকা,তোমাকে দেখেছিলেম খুব কাছ থেকে, সেই উত্তরে, 

আজও আমার তোমার কথা, ভীষণ মনে পড়ে। 


আমি ছুটেছি তুমি ছুটেছো আর ছুটেছে রেলগাড়ি,

সবুজও ছুটেছে একই দুরন্তে হয়েছিলেম একে অপরের দিশারী।


মেঘ বালিকা তোমার মনে পড়ে? 


পদ্মদিঘির দক্ষিণ পাড়ে তাল গাছেতে,বাবুই পাখির বাসা, 

দেখতে ছিল উল্টো কুঁজো, ভীষণ রকম খাসা।


গোধূলি বেলায় যেতাম সেথায়, শুনতে ওদের কথা, 

তোমার আমার দৃষ্টি চোখে, থাকতো অবাক নীরবতা।


বিকেল হলে তোমার সাথে, খেলেছি কত লুকোচুরি, 

তোমায় ছুঁতে লাটাই হাতে, উড়িয়ে দিয়েছি ঘুড়ি।


বায়না করে বলেছিলেম,নিয়ে যাবে আমায়?তোমার চাঁদের ওই দেশে, 

লক্ষ কোটি তারার আলো দেখবো আমি, কেমন করে আকাশে সে মেশে।


চুপটি করে রইলে তুমি, পড়লে বৃষ্টি হয়ে ঝরে, 

আমিও ছিলেম মন খারাপে, গাঢ় নিদ্রার ঘোরে।


জানালা খুলে দেখি ভোরে, এঁকে দিয়েছো ছবি, 

রাঙা রঙে সোনালী হাসি, মেখে আছে রবি। 


আজও তুমি তেমনই আছো, রঙ যায়নি ধুয়ে, 

এমনই করে থেকো তুমি,মেঘ বালিকা, আমার জগৎ ছুঁয়ে।