Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাশিরোনাম - আজ কেমন আছে ওরা!কলমে - মৌসুমী ঘোষতারিখ - ১১/০৫/২০২১
খিদেয় আগুন জ্বলছে পেটে, মরণে কিসের ভয়!ব্যাধিতে মৃত্যু না হয় যদি, খালি পেটে প্রাণ যাবে নিশ্চয়।
শিশুটা কেঁদে চলে রাতভর, ঘরে নেই দানা-পানি।ভিক্ষা দ…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

শিরোনাম - আজ কেমন আছে ওরা!

কলমে - মৌসুমী ঘোষ

তারিখ - ১১/০৫/২০২১


খিদেয় আগুন জ্বলছে পেটে, মরণে কিসের ভয়!

ব্যাধিতে মৃত্যু না হয় যদি, খালি পেটে প্রাণ যাবে নিশ্চয়।


শিশুটা কেঁদে চলে রাতভর, ঘরে নেই দানা-পানি।

ভিক্ষা দেবে কে, কয়দিন যাবৎ রেলগাড়ি চলেনি।


জুতো পালিস করতো প্লাটফর্মের ওপর যে ছেলেটা,

পড়েছে তার আজ ভাড়ারে টান, খাচ্ছে সে আধপেটা!


রেলগাড়িতে হকারি করতো লোকটা, হাতে ছোটদের পড়ার বই। 

বন্ধ আজ রুজি- রোজগার, তার মন্দ-ভালোর খবর কই!


সব্জি বিক্রি করত মেয়েটা বাসস্থান তার দূরে এক গ্রাম,

জানিনা আজ সে কেমন আছে, জানা হয়নি কি তার নাম?


ছোট্ট ছোট্ট ছেলে-মেয়েগুলো, থাকত শুয়ে প্লাটফর্মেতে। 

ছুটত, খেলত সারাটা দিন, টাকা চাইত দুহাত পেতে।


কোথায় থাকে আজকে তারা, কিই বা খায় খিদে পেলে?

ডাস্টবিনটাও শুকনো ভীষণ, যায়নি কেউ আজ খাবার ফেলে!


অন্ধগলির সেই মেয়েরা পথের পাশে দাঁড়ায় না আর,

এই চরম দুঃসময়ে কেউই খবর রাখে না তাদের!


সেই মানুষগুলো কেমন আছে? গ্রাম থেকে সুদূর শহরে,

সারাটাদিন খেটে রোজগার করে আনত ঘরে।


তাদের ঘরেও বৃদ্ধ বাবা - মা আছে তো তাদেরও সন্তান!

এমন দুর্দিনে কি করছে তারা, বাঁচাবে কিভাবে প্রাণ।


কত প্রশ্নেরই উত্তর খুঁজি, জানতে চাওয়াটা সোজা।

দূর থেকে তবু নয়তো সহজ অবস্থানটা বোঝা!


প্রয়োজনীয় বস্তু যখন মজুত থাকবে ঘরে,

বাইরে আছে মৃত্যুভয়, তখনই মনে পড়ে।


মহামারীর গ্রাসে পুড়ছে আমার সাধের শহর, প্রাণের দেশ!

কবে - কখন আর কিভাবে এই দুঃসময়ের কাটবে রেশ!