Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#শিরোনাম_হারিয়ে_পাই_যদি#কলমে_গৌরী_ঘোষ#তারিখ_১১_৫_২০২১*************************আজ কি লিখি কেমনে লিখি তোমার নামে বেঁধেছে বুক পাহাড়, ডুবেছে পথ ভেঙেছে কুটিরসৈকতে নাই আজ  বাহার।
এ কোন মরু দেখি তৃনহীন খড়া পথে উষ্ণ ধূলিকণা, ঝরে না বর্…

 


#শিরোনাম_হারিয়ে_পাই_যদি

#কলমে_গৌরী_ঘোষ

#তারিখ_১১_৫_২০২১

*************************

আজ কি লিখি কেমনে লিখি

 তোমার নামে বেঁধেছে বুক পাহাড়, 

ডুবেছে পথ ভেঙেছে কুটির

সৈকতে নাই আজ  বাহার।


এ কোন মরু দেখি তৃনহীন

 খড়া পথে উষ্ণ ধূলিকণা, 

ঝরে না বর্ষা শ্রাবণের ধারা

কুয়াশা ঘাসে ব্যাকুল উদ্দীপনা।


শূন্য আঙিনায় ঝরা পাতা কাঁদে

বহেনা না আজ দক্ষিণা সমীরণ, 

পুষ্প কাননে নিঃশব্দ মরীচিকা

ভোমরের মুখে নাই গুন গুন গুঞ্জন।


গোধূলি রাঙা আকাশের বুকে

 ডানা মেলা ইচ্ছারা নিয়েছে নির্বাসন, 

আবারও যদি ডাকো তুমি প্রিয়

রামধনু রঙ ছুঁয়ে যাবে মেঘলা এ গগন।


মেঘ ময়ূরী নাচবে আবার 

সুর তুলে ডাকবে কোকিল, 

মন হরিণি ছুটে যাবে ওই

সাগরে মেশে যেথায় এসে নীল।