Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#গদ্যকবিতা#বৃষ্টি_ও_প্রেম#পিউ_হালদার_‌আশ০৪/০৫/২০২১হঠাৎ করেই আকাশটা ঘোর কালো হয়ে এলো, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার,, ঝড় উঠে চারিদিকে ধুলোয় ভরিয়ে দিলো। 
পাখিরা সব ভয়ে ঝাঁকে ঝাঁকে নীড়ে ফিরে যেতে লাগলো, বলাকার দল সারি বেঁধে ভেসে চ…

 


#গদ্যকবিতা

#বৃষ্টি_ও_প্রেম

#পিউ_হালদার_‌আশ

০৪/০৫/২০২১

হঠাৎ করেই আকাশটা ঘোর কালো হয়ে এলো, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার,, ঝড় উঠে চারিদিকে ধুলোয় ভরিয়ে দিলো। 


পাখিরা সব ভয়ে ঝাঁকে ঝাঁকে নীড়ে ফিরে যেতে লাগলো, বলাকার দল সারি বেঁধে ভেসে চলেছে, 


গাছগুলো যেনো ক্ষেপে গিয়ে নৃত্য শুরু করেছে, একে অপরের গায়ে আছড়ে আছড়ে পড়তে থাকে, যেনো পাগলা হাতি শূন্যে মাথা দোলাচ্ছে। 


আমি তখন ফিরছিলাম রাস্তা দিয়ে কলেজ থেকে, হঠাৎ প্রকৃতির তান্ডবে দিশেহারা হয়ে পড়ি, জনপ্রাণী কেউ কোথাও নেই, একলা আমি পথের মাঝে। 


কি করবো, কোথায় যাবো? হে মা ধরিত্রী শান্ত হও,, মনে মনে ডাকি তোমায়, প্রকৃতি যেনো রাগে ফুঁসছে, হঠাৎ ঝড় থেমে গিয়ে ঝমঝমিয়ে এলো বৃষ্টি। 


একলা আমি পথের ধারে আশ্রয় নিলাম একটা গাছের নীচে, জানি আমি এখানে একটুও নিরাপদ ন‌ই,, জীবন আমার মৃত্যুর সম্মুখীন, হয়তো গাছটা ভেঙে পড়বে মাথার ওপর?? 


হঠাৎ করেই কোথা থেকে তুমি এলে দেবদূতের মতো,, কেউ তো কোথাও ছিল না,, ভয় পেয়ে গেছিলাম,, তারপর তুমি পাশে এসে দাঁড়িয়ে আমার মাথার ওপর ছাতা টা ধরলে। 


বুকে যেনো বল পেলাম,, নিঝুম নিস্তব্ধ রাস্তায় একাকী আমি,, ভয়ে আতঙ্কে ভীত সন্ত্রস্ত মনে মনে তোমাকেই দেবতা মেনে নিলাম। 


কোথায় ঝড়, কোথায় কি?? এক‌ই ছাতার তলায় শুধু চার আঁখির মিলন পর্ব চলছে,, কারোর চোখের পলক পড়ে না,, যেনো ওই দুচোখে প্রেমের কবিতা লেখা চলছে। 


আমি তোমাকে ভালোবাসি, আমি তোমায় এইভাবেই সারাজীবন আগলে রাখবো,, সারাটা জীবন তোমার মাথার ছাতা হয়েই থাকবো। 


ওদিকে চলছে মুষল ধারায় বৃষ্টি,, আর আমাদের চলছে বৃষ্টি ধারার প্রেম কাহন,, একটা ছাতায় দুজনের দেহ মন বৃষ্টি ধারায় সিক্ত,,মনের মধ্যে চলছে তখন

"শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে, তোমারি সুরটি আমার মুখের পরে বুকের পরে"...........