Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

জীবন নদী নদীই জীবন মালা সেন দে 4.5.2021
নদী তুমি চলেছ অনন্তকাল ধরে , তুমি শুধু উত্তর দক্ষিণ কি পূর্ব পশ্চিমে বও  না , ছড়িয়ে আছ সর্বত্র । কালের জালা উপুড় করে ডাকলে আমায় ,   অনাবিল শান্তির নীর বইছে অনাদিকাল । শেষ সোনালী সূর্যের আভা …

 


জীবন নদী নদীই জীবন 

মালা সেন দে 

4.5.2021


নদী তুমি চলেছ অনন্তকাল ধরে , 

তুমি শুধু উত্তর দক্ষিণ কি পূর্ব পশ্চিমে বও  না , ছড়িয়ে আছ সর্বত্র । 

কালের জালা উপুড় করে ডাকলে আমায় , 

  অনাবিল শান্তির নীর বইছে অনাদিকাল । 

শেষ সোনালী সূর্যের আভা করেছে অপরূপা , 

ত্রিকালদর্শীর জটাজাল থেকে মুক্ত করে আনা ভগীরথের সুন্দরী জলরাশিকে । 

নদী তুমি ভেসে চল জোয়ারের টানে , 

কিছু স্মৃতি , কিছু ফুল ঝরাপাতা নিয়ে বয়ে চল ভাটির দেশে । 

ভাঙন আসে , ভাসিয়ে দাও অসহায় গ্রাম শহরকে , 

চেনা শহর চলে যায় অনেক দূরে তোমার রুদ্ররূপে । 

আবার তোমারই জলে কোথাও সবুজের সমারোহ , 

এমনিই তোমার ভালোবাসা বাঁধা হয় জীবনের চলায় । 

তোমাকে বারবার দেশে দেশে ঘুরে যেতে হয় , 

যত পাপ ধুয়ে নিয়ে যাও তোমার বুকে । 


কখনো তোমার সাথে আমার দেখা হয় কোনো পর্যটন তটে , 

তোমার তীরে বসে শান্তি মেলে , মনে জাগে কত না পাওয়ার দাবী । 

তুমি মাঝিকে দাও সুর , ভাটিয়ালী সুরে করে খেয়া পারাবার , 

তোমারই বুকে লেখা আছে কত জন্ম - মৃত্যু গাঁথা । 

প্রেমও লেখা হলো যমুনার জলে , হলো কৃষ্ণ মাঝি রাধিকার , 

কিছু চেনা অচেনার মাঝে তোমার আমার ভালোবাসা আজও বাঁচে । 

জীবনের সব হিসাব নিকাশ শেষে , 

জানি তোমার স্রোতেই আবার যাবো ভেসে ॥