Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতাবৃষ্টি ভেজা কথামালা৫/৫/২১আজ কোনো কবিতা লিখবো না।তুমি আমি মুখোমুখি বসে অনেক কথা বলবো।যে কথা কোনোদিন শেষ হবার নয়।যে কথাগুলোর কোনো মানেও হয় না সবসময়।যে কথা চোখের পাতা ছুঁয়ে স্বপ্নের দেশে নিয়ে যায়।কখনো বা আমার পাগলামি কথা …

 


কবিতা

বৃষ্টি ভেজা কথামালা

৫/৫/২১

আজ কোনো কবিতা লিখবো না।

তুমি আমি মুখোমুখি বসে অনেক কথা বলবো।

যে কথা কোনোদিন শেষ হবার নয়।

যে কথাগুলোর কোনো মানেও হয় না সবসময়।

যে কথা চোখের পাতা ছুঁয়ে স্বপ্নের দেশে নিয়ে যায়।

কখনো বা আমার পাগলামি কথা শুনে , 

তুমি ঝর্নার ঝরে পড়ার শব্দের মতো করে হেসে উঠবে।

আর সেই হাসি মিলিয়ে যাবে কোনো ঝাউ পাতার শনশন শব্দের সাথে-

এভাবে কথা বলতে বলতে দুপুর গড়িয়ে বিকেল হবে। 

এক ঝাঁক বলাকা আকাশের রং মেখে উড়ে যাবে পূব দিকে।

 তারপর মেঘেদের  বুক চিরে একটা বিদ্যুতের রেখা নেমে আসবে দূরের ওই গাছটার মাথায়।

 ঝমঝম করে বৃষ্টি নামবে সারা মাঠ জুড়ে।

 তুমি আমি প্রাণ ভরে ভিজবো সেই বৃষ্টিতে।

 সবুজ ঘাসের কোলে দোল খাওয়া  ছোট ছোট ফুলেরা -

তোমাকে শুভেচ্ছা জানাবে নববর্ষার।

 একটা ভেজা শালিক উড়ে যেতে যেতে আড় চোখে দেখবে তোমাকে।

 ধীরে ধীরে শান্ত হবে তোমার শরীরের সাথে খেলা করা বাতাস।

 তুমি আধবোজা চোখে কখন হারিয়ে গেছো আমার বুকে কোন্ অজানা দেশে।

 মনে হবে আমাদের বলা সব কথাগুলোই যেন বৃষ্টি হয়ে ঝরে পড়েছে এতক্ষণ।

 যারা ধুয়ে দিয়েছে আমাদের মাঝে থাকা সব বাধা।

 খুলে দিয়েছে কোনো আশার দুয়ার।

 যেখান দিয়ে শুরু হবে চিরন্তর ভালোবাসার প্রান্তরে হারিয়ে যাওয়ার পথ।

 যে পথের শেষে থাকবে সবুজ পাতায় ছাওয়া  ছোট্ট একটা কুটির।

 যার বারান্দায় তুমি বসে আছো ।

আর তোমার সামনে নীল দিঘীতে ফুটে আছে একটা শিশির ভেজা  পদ্ম।

 ঠিক তোমার মতো সুন্দর !

কিন্তু তুমি তো নেই এখন আমার কাছে !

 তাই বলা হবে না কোন কথা! আসবে না বৃষ্টি!

 আর তাই হয়তো নিঃসঙ্গ  কলমের ঠোঁট চুঁইয়ে  লেখা হবে কোনো কবিতা !


আফতাব মল্লিক

পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত।