Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন 
মরার আগেঅর্পিতা কামিল‍্যা
যারা,যেখানে যেমন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খুব ভালো ফল করার চেষ্টা করে।খুব ভালো কথা! কিন্তু কথা হচ্ছে যে, যদি প্রতিদ্বন্দ্বীও কোনোক্রমে জানতে পারে---'মানুষটা মশাই আপনি বড় ভালো!&…

 




#সৃষ্টি_সাহিত্য_যাপন 


মরার আগে

অর্পিতা কামিল‍্যা


যারা,যেখানে যেমন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

খুব ভালো ফল করার চেষ্টা করে।

খুব ভালো কথা! কিন্তু কথা হচ্ছে যে, 

যদি প্রতিদ্বন্দ্বীও কোনোক্রমে জানতে পারে---

'মানুষটা মশাই আপনি বড় ভালো!'

তাহলে তো অর্ধেক এর অর্ধেক সমস্যা মিটেই গেলো। নইলে যে গেল তার সব গেলো।

মানুষটা মরার পরও শোনা গেলো।

যাক বাবা, বাঁচা গেলো!


আর যারা সব বেঁচে গেছে , বা বেঁচে আছে।

এতো দিনে নিশ্চয়ই তারা জীবনের মুল্য বুঝে গেছে।

নইলে, একবার গেলে মরে,

বেঁচে যাওয়া সদস্যরাও নিজের পরিবারে

ভাববে--কখন শেষকৃত্য শেষ করে, 

স্নান সেরে দুটো খেয়ে দেয়ে, ঘুমোবে বাড়ি ফিরে।


আর যারা এই সব আমি আমি, আমার আমার করে।এতোদিনে নিশ্চয়ই তাদেরও বোঝা উচিৎ

যদি একবার যায় মরে,

তাহলেই সব শেষ! একেবারে।

নইলে সন্তান হারা মায়েদের ও একদিন হয় অভ‍্যাস, বোঝে ,যে যাওয়ার সেতো চলেই গেছে, 

বাকি টুকু নিয়ে বেঁচে থেকে , আর ফেলে দীর্ঘশ্বাস।


আর যারা,মানে আমরা সবাই প্রায় দেড়বছর ধরে। মোবাইলে মুখ গুঁজে পড়ে থাকি,বন্দী আছি ঘরে।

পড়া, শোনা বা দেখা ঐ মুঠোয় ভর্তি মুঠোফোনে

সোশ্যাল মিডিয়ায় দৌলতে কত মানুষ জানে চেনে।


এই দেড় বছরে মুঠোফোনেই কত নতুন বন্ধু,

অথবা কেউ বন্ধুর চেয়েও বেশী! নতুন সম্পর্ক!

আবার কারণে অকারণে ওসব বন্ধু টন্ধু সব ব্লক!

ছাড়াছাড়ি!যদি কোনো কারনে হয় তর্ক বিতর্ক।


তখন যদি কেউ নিজেকে নির্দোষ প্রমাণিত করতে

সোশ্যাল মিডিয়ায় গোপন চ‍্যাট চ‍্যাটে,চ‍্যাট গুলো, পুনঃপ্রকাশ করে ,ছবি সহ! ব‍্যাপারটা সহজ করতে। ভাবে, আম জনতা,একটু বোঝালেই বুঝে গেলো !


আদৌও সেটা হয় কি?সবাই জানে,বোঝে।

একটা সময় দুটো মানুষ কাছাকাছি আসে,

ভালো মন্দ অনেক কথা বলে।

দুজনেই দুজনকে বিশ্বাস করে,ভালোবাসে।

তারপর তারা তাদের যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ

আইনি বেআইনি দায় দায়িত্ব নিজেদের কাঁধে তোলে।

আর সোশ্যাল মিডিয়ায় সাধারণ চ‍্যাট থেকে ব‍্যাপারটা,রসালো, আঠালো,চ‍্যাট চ‍্যাটে করে তোলে।


আর যখন সেসব রস শুকিয়ে এক্কেরে খড়খড়ে ।

তখন একে অন্যের প্রেস্টিজ পাংচার করে! 

ভাবতে অবাক লাগে,

সেই ভালো সময়টার সম্মান নেই ? 

তারা মানুষ?মান ও নেই! আর হুঁশ ও নেই!

অন্যকে হুঁশিয়ারি হুমকি দিলেই সমস্যা মিটে যায়?

উঁহু,যদি বলি, গোড়ায় গলদ সেই থেকেই যায়।


আর যারা অতি বড় সাধারণ ,তারাও জানেন, ভিড় করলেই ব‍্যাপারটা আরো ছড়াবে।

কুড়ি লক্ষ থেকে কুড়ি কোটি হবে।

সুগারওলা কাকু জানেন, মিষ্টি খেলে সুগার বাড়বে। 

উপরের ফ্ল্যাটের আমেরিকা প্রবাসী একমাত্র ছেলের মা জানেন , তিনি মরে গেলে বাসি মড়ার পচা গন্ধ নাকে পেলে প্রতিবেশীরা ঠিক শেষকৃত্যের ব‍্যবস্থা করবে।

তখন ও কিন্তু ঐ! যে মরে গেলো-- 

যে গেল,শুধু মাত্র তার গেল!

বাকি সব ভাবে সেই কখন 

শেষকৃত্য শেষ করে ,স্নান সেরে,

দুটো খেয়ে, একটু ঘুমোবে,বাড়ি ফিরে।


তাই চলো পাল্টাই, একেবারে মরে যাওয়ার আগে, একটু বাঁচার চেষ্টা করি মরে যাওয়ার আগে।

মরার পরেও মানুষের মাঝে বেঁচে থাকার লোভে

মানুষ হওয়ার চেষ্টা করি মরে যাওয়ার আগে।