Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম : ২৮শে ফাল্গুনকলমে : অর্ঘ্য মজুমদারতারিখ : ১৮-০৫-২০২১
তমালিকা তোমার মনে পড়ে ---সেই জ্যোৎস্নালোকিত আটাশে ফাল্গুনের সন্ধ্যা ,তখনো অল্প শীত ভালোলাগা জিইয়ে রাখে , মাটির রাস্তা ধরে যখন আমরা এগোচ্ছিলাম --- ত…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম : ২৮শে ফাল্গুন

কলমে : অর্ঘ্য মজুমদার

তারিখ : ১৮-০৫-২০২১


তমালিকা তোমার মনে পড়ে ---

সেই জ্যোৎস্নালোকিত আটাশে ফাল্গুনের সন্ধ্যা ,

তখনো অল্প শীত ভালোলাগা জিইয়ে রাখে ,

 মাটির রাস্তা ধরে যখন আমরা এগোচ্ছিলাম ---

 তখন সানাইয়ে রাগ বেহাগ জ্যোৎস্নায় ভেসে পথে-প্রান্তরে এমনকি শাখা-প্রশাখায় প্রোথিত হচ্ছিল । আবেশে আমাকে ও ভাসিয়ে দিচ্ছিল ,

ইচ্ছে হচ্ছিল কাছাকাছি কোন হিজল বনে

 ঝিঁঝিঁর অবিরাম ডাকে তোমাকে নিয়ে আত্মমগ্ন হই ।


 আলো-আঁধারিতে আমরা যখন ঠিক ছাতিমের নীচে ---

কিসের একটা অভাবনীয় খসখস আওয়াজ হতেই

 চমকে উঠে শরীরের কাছ ঘেঁষে দাঁড়ালে তুমি ।

সেই মুহূর্তেই আমার কনুইয়ে 

তোমার অসংবৃত নাভিমূলে মৃদু আঘাত 

আমার চেতনাকে বিদ্যুৎ বানে অবশ করেছিল ।

তোমার শরীরের প্রতিটি গন্ধ আলাদা আলাদা রঙ ছড়াচ্ছিল ।

আর তন্ত্রে তন্ত্রে জাগাচ্ছিল সমুদ্রের ঢেউ ।

ভালোলাগা আর ভালোবাসার কথা গান হয়ে 

সুরের লহরী তুলছিল মনে প্রানে .....

তারপরই তোমার মৃদু আত্মপ্রত্যয়ী কথা বলা :

 " চলুন ফেরা যাক ।" 

--- তমালিকা আমি যে অনেক দূর এগিয়েছি ---

 এই সুদূর প্রান্তর পেরিয়ে , মেঘ পেরিয়ে চাঁদের কাছাকাছি !

আমাকে আর ফিরতে ব'লোনা তুমি ,

ওইখানে বসে আমাদের যত ভালোলাগার অকথিত কাহিনী 

গল্প মালার মত সাজিয়ে সাজিয়ে বলবো ।

 কিন্তু কিছুই বলা হলো না ! 

কোনদিনই হয়তো হবেনা !

শুধুই ঘুরেফিরে আসে ২৮শে ফাল্গুন 

আর সেই জ্যোৎস্নালোকিত রাত ,

আর ছাতিমের নিচে দাঁড়িয়ে থাকা 

               এক শ্রেণীচ্যুত কবি ।