Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতা - তোমার জন্য জয়দেব মাইতি ( ১৯/০৫/২০২১) 
তোমার জন্য -   আজও বসন্ত বাঁচিয়ে রেখেছি বুকে    হয়তো বলিরেখা পড়েছে খানিক    তোমার ও চোখেমুখে,  কিবা আসে যায় সাদা রঙ ধরা চুলে   হাই-পাওয়ারের চশমা চোখে  চামড়া হলেও ঢি…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

কবিতা - তোমার জন্য 

জয়দেব মাইতি ( ১৯/০৫/২০২১) 


তোমার জন্য -   

আজও বসন্ত বাঁচিয়ে রেখেছি বুকে    

হয়তো বলিরেখা পড়েছে খানিক    

তোমার ও চোখেমুখে,  

কিবা আসে যায় সাদা রঙ ধরা চুলে   

হাই-পাওয়ারের চশমা চোখে  

চামড়া হলেও ঢিলে,   

চিকন -রূপের বাইরে বাহার মিছে       

সৌন্দর্য থাকলে মনের ভেতর    

সবকিছু তার পিছে,   

স্মৃতির পাতায় জমানো সবুজ ক্ষণ   

উঁকি দিয়ে বলে - বিবর্ণ হয়নি       

অনুরাগে ভরা মন,   

হারিয়ে গিয়েছে অনেক কিছুই জানি   

এখনো যা আছে কম নয় কিছু     

ভালবেসে দিও রানী,   

তৃষিত হৃদয়ে খোলা বাতায়নখানি  

রয়েছি দাঁড়িয়ে তোমারই জন্য   

কাছে থেকো অভিমানী।    

               -- ফিরে দেখা --