Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনচোখকলমে-চিত্রা মুখার্জী১৮/০৫/২০২১
চোখ দুটো বড়ো বেয়ারা হয়ে উঠেছেআমি অপারগ, কিছুতেই ওকে বাগে আনতে পারছি না।কেবলি-ই ওর দৃষ্টি শকুনের মতোঝলসে যাওয়া পোড়া মাংসের দিকে।কিন্তু কি যে করি,কিভাবে ওকে শাসন করি-কিছুতেই …

 


সৃষ্টি সাহিত্য যাপন

চোখ

কলমে-চিত্রা মুখার্জী

১৮/০৫/২০২১


চোখ দুটো বড়ো বেয়ারা হয়ে উঠেছে

আমি অপারগ, কিছুতেই ওকে বাগে আনতে পারছি না।

কেবলি-ই ওর দৃষ্টি শকুনের মতো

ঝলসে যাওয়া পোড়া মাংসের দিকে।

কিন্তু কি যে করি,

কিভাবে ওকে শাসন করি-

কিছুতেই বুঝতে পারছি না।

আচ্ছা, চোখ দুটোকে যদি উপড়ে দিই

 আর নতুন চোখ বসাই

তাহলে কি সব ঠিক হয়ে যাবে?

কি জানি, নতুন চোখ দুটো যদি

এক-ই রকম হয়

তখন কি করি?

এ যেন শাঁকের করাত।

আসলে জন্ম থেকেই দেখছে

মারামারি, হানাহানি, প্রতিহিংসা,

দ্বেষ বিদ্বেষের ঝকমারি।

কেবলমাত্র বই এর পাতায় দেখেছে

মনিষীদের অমর বাণী-

 " জীবে প্রেম করে যেই জন

    সেই জন সেবিছে ঈশ্বর।"

 " সদা সত্য কথা বলিবে" ইত্যাদি ইত্যাদি।

চোখের আর কি দোষ

আয়না যেমন তাকে দেখাচ্ছে

 তেমনি সেও দেখছে।