Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন 
পিপাসা
মৌসুমী মন্ডল
14/05/2021
আর একটি বসন্ত এগোল পথের লক্ষ্যে,বন -বিহারীর হাতের খেলা চলছে,তো চলছে৷এত অন্ধকারেও ভয় নেই -যারা পঁচা গলাতেও নাচন করে ৷কতবার ছায়ার মাঝে ঝাঁপ দিয়েও থামাও নি তোমার ঝনাতকার ৷তোমার পিপাসা…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 


পিপাসা


মৌসুমী মন্ডল


14/05/2021


আর একটি বসন্ত এগোল পথের লক্ষ্যে,

বন -বিহারীর হাতের খেলা চলছে,

তো চলছে৷

এত অন্ধকারেও ভয় নেই -

যারা পঁচা গলাতেও নাচন করে ৷

কতবার ছায়ার মাঝে ঝাঁপ দিয়েও 

থামাও নি তোমার ঝনাতকার ৷

তোমার পিপাসার মাঝে রৌদ্ররা যখন খেলবে সেদিন বুঝবে অর্থ তার!আজ থাক 

এখানেই -তবে বলে রাখা ভালো 

যেখানে ছিল 

তোমার হাওয়ার মাঝে শান্তির ঘুম,

সেখানেই পেতে তুমি সর্বক্ষণের 

ফুলের মূর্ছনা ৷

আর হবে কী ভেবে ,

মানুষের মন আর হৃদয়ের পাতটি 

যে সেটে গেছে গভীরে -

একদম গভীরে !