Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ - কবিতাশিরোনাম : #থাকতো_যদি_একটা_আলাদিনকলমে : কেয়া চক্রবর্তীতারিখ : ০৫.০৫.২১
রূপকথাতেই বাঁচতে বড়ই সাধ হয়,থাকতো যদি কোনো এক আলাদিন,হুকুম করতেই একটি বার প্রদীপ ফুঁড়ে,আনতে পারতো আজকে সবার জন্য ভ্যাকসিন।।
বা থা…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ - কবিতা

শিরোনাম : #থাকতো_যদি_একটা_আলাদিন

কলমে : কেয়া চক্রবর্তী

তারিখ : ০৫.০৫.২১


রূপকথাতেই বাঁচতে বড়ই সাধ হয়,

থাকতো যদি কোনো এক আলাদিন,

হুকুম করতেই একটি বার প্রদীপ ফুঁড়ে,

আনতে পারতো আজকে সবার জন্য ভ্যাকসিন।।


বা থাকতো যদি আমাদের কাছে

যেমন ছিল ভক্ত হনুমান,

এই মহামারী থামাতে হলে

আনতো তুলে আস্ত পর্বত গন্ধমাদন।।


আজকের দিনে এমন রূপকথার,

দেখি যতই না আমরা স্বপন,

জানিনা আদৌ কবে হবে,

বিশ্ববাসীর স্বপ্নপূরণ?


মানুষের মনের যত ময়লা,

অন্ত হতো সমস্ত রোগ, ব্যাধির

শান্তির বারি বর্ষিত হোক ধরা মাঝে,

হোক ব্যবস্থা আত্মশুদ্ধির ।।


দাও ফিরিয়ে সেদিনের সেই

হাসি খুশি আনন্দে ভরা দিন,

থাকতো যদি কারোর কাছে,

আকার নির্দেশ মান্য করা এমন একটি জিন।।


বা যদি পেতাম সেই 

ভূতের রাজার বর,

থাকতো না কোনো চিন্তা ই,

সবাই হতো আপন, রইতো না কেউ পর।।


©কেয়া চক্রবর্তী®

কবিস্বত্ব সংরক্ষিত