সৃষ্টি সাহিত্য যাপন " আবর্তন " আশা সরকার ০৪|০৫|২০২১
আগুনটা প্রথমে ঘরেই লাগে হোক গ্যাসের চুলার বৈদ্যুতিক শর্ট সার্কিট …
সৃষ্টি সাহিত্য যাপন
" আবর্তন "
আশা সরকার
০৪|০৫|২০২১
আগুনটা প্রথমে ঘরেই লাগে
হোক গ্যাসের চুলার
বৈদ্যুতিক শর্ট সার্কিট
অথবা মানুষের মুখে।
বাইরে কেবল ছড়ায়
গড়ায় মানুষের মেসেনজার
থেকে মেসেনজারে
কিম্বা ফোন থেকে ফোনে।
প্রতিবেশী বাতাসে নিমেষে পৌঁছে যায়
দুয়ার থেকে দুয়ারে, খোঁয়াড় থেকে খামারে।
ঈর্ষানলে কতকিছুই পোড়ে
কত স্বপ্ন মোড়ে
ছোঁড়ে কত নোংরা কাদা।
ঝনঝন শব্দ কেবল পয়সার হয় না
ঘূঙুরের হয় ,,,,,,,,,,
নূপুরের ও।
কর্পোরেট দুনিয়াতে মানুষ কত এগিয়ে
কিন্তু এখনো কিছু মানুষের মানসিকতা
রয়ে গেছে নিম্নগামী।
ডুবে যাওয়া মানবিক সূর্য
মঙ্গলের লাল লালায়িত
পৃথিবীতে = রক্ত ঝরায়
সমুদ্রের লহরীর ন্যায়।
বির্বতনে একদিন গুহা থেকে
গৃহে এসেছিলাম ,,,,,,,,,,,
আবর্তনে ফের গুহার দারস্থ
এটাই আমাদের মানবিকতার হার।।
🌼🌼🌼🌼🌼