Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক সেরা লেখনী সম্মাননাকবিতাঃ তোমারে সেলামকলমে- সঞ্জয় বৈরাগ্য04-05-2021
🙏 (গত ২রা মে) বিশ্ববরেণ্য চলচ্চিত্র-স্রষ্টা সত্যজিৎ রায়-এর শুভ শততম জন্মদিবস উপলক্ষ্যে আমার শ্রদ্ধাঞ্জলী।
শতবর্ষ ধরে বেমালুম তোমার উপস্থিতি বঙ্গ-বাঙালী মনেচ…



দৈনিক সেরা লেখনী সম্মাননা

কবিতাঃ তোমারে সেলাম

কলমে- সঞ্জয় বৈরাগ্য

04-05-2021


🙏 (গত ২রা মে) বিশ্ববরেণ্য চলচ্চিত্র-স্রষ্টা সত্যজিৎ রায়-এর শুভ শততম জন্মদিবস উপলক্ষ্যে আমার শ্রদ্ধাঞ্জলী।


শতবর্ষ ধরে বেমালুম তোমার উপস্থিতি বঙ্গ-বাঙালী মনে

চলচ্চিত্র আকাশে চিরভাস্বর চিত্রনাট্য আঁকর খননে।

সদালাপী, দিলদরিয়া মজলিশি স্বভাবের 'রায়'

'ভার্সাটাইল জিনিয়াস'-রূপে সুকুমার তনয়, তুমি উদিত স্বমহিমায়।

'পথের পাঁচালী', 'অশনি সংকেত', 'গণশত্রু', 'জনঅরণ্যে'

জীবন জুড়ে আজও বেঁচে 'মহানগরী', 'শাখা প্রশাখা' ও 'ঘরে বাইরে'।

সাহিত্য, সিনেমা,ছবি সবেতেই অসীম অবদান তোমার

ফেলুদা, অপু, শঙ্কু ও মুকুল দিয়েছো যে মোদের উপহার।

ছিলে তুমি শিল্প-সংস্কৃতির অন্যতম ভীত

বাঙালি হৄদয়ে চিরজাগরূক থাকবে তুমি হে সত্যজিৎ।

তোমার 'চারুলতা' আজও খুঁজে ফেরে তোমায়

'অপুর সংসার'-এ চলছে টানাপোড়েন,

হে 'অপরাজিত' 'নায়ক' তোমায় ছাড়া মোদের যে বড়ই দুর্দিন। নীলাকাশ জুড়ে রয়েছে নক্ষত্ররাজি, হরেকরকম নাম,

তারই মাঝে তুমিই সেরা,

তাই মহারাজা, তোমাকে জানাই হাজারও সেলাম।