Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

তারিখদৈনিক সাহিত্য অনুশীলনকবিতা:-ভাঙ্গা হৃদয়কলমে:- প্রদীপ মালিক
একটা ভাঙ্গা হৃদয় কি পারে একটা গোটা স্বপ্নের ছবি আঁকতে ? বোধহয় না! একটা জড়বস্তু কি পারে এক জায়গা থেকে নিজেকে আর এক জায়গায় নিয়ে যেতে?বোধহয় না!একটা গোটা জীবন সে…

 


তারিখ

দৈনিক সাহিত্য অনুশীলন

কবিতা:-ভাঙ্গা হৃদয়

কলমে:- প্রদীপ মালিক


একটা ভাঙ্গা হৃদয় কি পারে একটা গোটা স্বপ্নের ছবি আঁকতে ?

 বোধহয় না!

 একটা জড়বস্তু কি পারে এক জায়গা থেকে নিজেকে আর এক জায়গায় নিয়ে যেতে?

বোধহয় না!

একটা গোটা জীবন সেও কী পারে তার সব চাহিদা পূরণ করতে?

বোধহয় না!

তবুও আশার কুঁড়িরা স্বপ্ন দেখে লোভাতুর ভোরের চাঁদ হয়ে।

আমার হৃদয়ের বাঁ দিকের দিগন্তে যে স্বপ্ন চরীরা বাঁধে বাসা প্রতিদিন।

প্রতিক্ষণ জড়িয়ে ধরে ভালোলাগার আবেশে।

খুঁজতে  গিয়ে দেখি কেবল সেখানে বৃষ্টি হয়ে ঝরে পড়া খৈয়ের মতো শুধু সময়ই ঝরে পড়ে।

ফুলের কুঁড়ি তো ফুটতে চাই একটা স্বপ্ন নিয়ে, একটা মন নিয়ে, একটা গোটা হৃদয় নিয়ে।

কিন্তু যেই ফুলের কুঁড়িটা ফুটে ফুল হয়ে যায়, ঠিক তখনই কুড়ির স্বপ্নটা কোথায় যেন হারিয়ে যায় ।

তখন পড়ে থাকে শুধু ভাঙ্গা মনটা;

পড়েথাকে ভাঙ্গা গোটা হৃদয়টা।

এভাবে প্রতিনিয়ত গোটা শরীর জুড়ে বইতে থাকে শুধু ভাঙনের দাগ।

যে দাগ যায়না কোন কিছু দিয়ে মোছা।

সারাটা জীবন হৃদয়ের পাড় এভাবে ভাঙতে ভাঙতে সৃষ্টি করে যন্ত্রণার বদ্বীপ।

তবুও জীবন থেমে থাকে না,

জীবন চলতেই থাকে।

আমার মাথার উপর বাজ পাখিটা উড়তে থাকে।

বাজ পাখিটার পাখার ঝাপটার সাথে রাত জাগে আমার একাকীত্বের বিষন্নতাও।

একসময় বাজপাখির পাখার ঝাপটা শান্ত হয়।

স্ত্রী-সন্তানের ভেজা মুখগুলো চোখের সামনে এসে দাঁড়ায় একবুক প্রত্যাশায়।

দূর থেকে কানে ভেসে আসে মসজিদের আজানের সুর , কোকিলের ডাক।

আমার দুচোখ বুঁজে আসে।

আমি ঘুমিয়ে পড়ি ভোরের শুকতারার আলোর সাথে।