Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশুভ ঈদ পর্বের শুভকামনা জানাই
শিরোনাম--খুশীর ঈদকলমে--নীতা কবি14/5/2021
মিলন পর্ব এসেছে রে ভাই, আকাশে খুশীর চাঁদহিন্দু, মুসলিম মিলবো আজ ভুলে গিয়ে সব বাদ-বিবাদরাম আর রহিম ভাই-ভাই সব, জগৎ-পিতা এক রে ভাইযত মত তত পথ ধ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শুভ ঈদ পর্বের শুভকামনা জানাই


শিরোনাম--খুশীর ঈদ

কলমে--নীতা কবি

14/5/2021


মিলন পর্ব এসেছে রে ভাই, আকাশে খুশীর চাঁদ

হিন্দু, মুসলিম মিলবো আজ ভুলে গিয়ে সব বাদ-বিবাদ

রাম আর রহিম ভাই-ভাই সব, জগৎ-পিতা এক রে ভাই

যত মত তত পথ ধরে গেলে ইষ্ট-দেবকেই দেখতে পাই।


ঈদের খুশীতে হাসবো, গাইবো ,দান করবো যত পারি

গরীব-দুখী সকলের তরে মণ্ডা-মিঠাই তৈয়ারী

একফালি চাঁদে জগৎ আলো, আমরা শুধু চেয়ে থাকি

মিষ্টি হেসে চাঁদ যেন বলে, আমি তোমাদের ভালো রাখি।


আত্মীয়-কুটুম্ব সবার আশীষ, সবাই দেবে আশীর্বাদ

সেই অবসরে খুশী হবো আর ভুলে যাবো সব বাদ-বিবাদ।

আল্লাহ-তালার স্মরণ করে নমাজ পড়বো সবে মিলে

দুখীর দুঃখমোচন করবো উপরওয়ালার দোয়া পেলে।


হিন্দু, মুসলিম ভাই আমরা, সন্তান সব ভারত-মার

দেশের বিপদে ঝাঁপিয়ে পড়বো, করবো না কোনো অহংকার।

আলাহ্ আর বিষ্ণুদেব যে একজনই হন সে তো জানি

তাহলে আমরা একটাই জাতি--মানুষ জাতি তাই মানি।


Copyright@nitakabi

3/4/2021