Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

মেঘের কান্নারাঙাবেল চাকমা১৪/০৫/২০২১
অঝোরে কান্নার রোল পড়েছে এখনধরিত্রী শান্ত সুশোভন হচ্ছে শীতল,শীতল হাওয়াই মনের কি যে বিহব্বলমেঘে মেঘে গর্জন চমকায় যখন তখন।
ধরণীতে সবার কান্না আছে, আছে হাসিখুশিনিয়মের মধ্যে সবই চলে জেনো নিরবধি,শান্ত…

 


মেঘের কান্না

রাঙাবেল চাকমা

১৪/০৫/২০২১


অঝোরে কান্নার রোল পড়েছে এখন

ধরিত্রী শান্ত সুশোভন হচ্ছে শীতল,

শীতল হাওয়াই মনের কি যে বিহব্বল

মেঘে মেঘে গর্জন চমকায় যখন তখন।


ধরণীতে সবার কান্না আছে, আছে হাসিখুশি

নিয়মের মধ্যে সবই চলে জেনো নিরবধি,

শান্ত হোক পৃথিবী, ধুয়ে মুছে যাক অমঙ্গল

আরো যেন ফিরে পায় স্নিগ্ধ শান্ত অম্বর।


হে বিধাতা তুমি দাও মোদের জ্ঞান দান

জ্ঞানের প্রভাবে যেন হয় রোগ শোক বিলয়,

তোমার করুণায় ফিরে পাবে সবুজ শ্যামল ছায়া

পবিত্র মেঘের কান্নায় ধুয়ে যায় যেনো জটলা।


চোখের পবিত্র জলে শুদ্ধ করে দেয় মন

মেঘেরও সেই পবিত্র কান্নার রোলে সব মুছে যাবে নিশ্চয়ই,

পবিত্রতার কোনো জিনিস বিফল হয় না কখনো

এ ধরিত্রী হয়ে যাবে মেঘের কান্নায় সুশোভিত।