Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন ********************#শিরোনাম__প্রতিবিম্ব#কলমে__শান্তি_দাস#তারিখ__১৮_০৫_২০২১ইং
অস্তিত্বের দর্পণে আজ ভাসে অনস্তিত্বের ছায়া, কি অদ্ভুত নিজের চেহারার প্রতিবিম্বতে লাগে মায়া। সীমাহীন পাপরাশির ভাড়ে নূজ্ব্য ইন্দ্র…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

********************

#শিরোনাম__প্রতিবিম্ব

#কলমে__শান্তি_দাস

#তারিখ__১৮_০৫_২০২১ইং


অস্তিত্বের দর্পণে আজ ভাসে অনস্তিত্বের ছায়া, 

কি অদ্ভুত নিজের চেহারার প্রতিবিম্বতে লাগে মায়া। 

সীমাহীন পাপরাশির ভাড়ে নূজ্ব্য ইন্দ্রিয়গুলো মনে, 

আজ অতিব্যস্ত অচেনা দুঃখের বিষাক্ত আলিঙ্গনে। 


দর্পনে দেখি নিজেকে বিচার করি নিজের প্রতিচ্ছবি, 

মনের ভাবনা গুলো ফুটে বেরিয়ে পরে সেই ছবি। 

স্বচ্ছ জলে ও দেখতে পাই নিজের প্রতিবিম্ব, 

নিজেকে দেখে ভাবতে থাকি করতে পারি না দম্ভ। 


স্বপ্নের সঙ্গেই মেতে উঠি বিবাদমান আলাপনে, 

স্মৃতিরা এসে ভীড় জমায় সুখ দুঃখের সঙ্গোপনে। 

তখন কিন্তু শুরু হয়ে যায় মস্তিষ্কের লড়াই, 

শিহরিত নয়ন অবাক তাকিয়ে থাকে মনের কিনারায়। 


মনের অন্ধকারে বন্দী থাকে শুস্ক অনভূতিগুলোর বিচরণ, 

ভালোবাসার ভালোমানুষী রূপে ফুটে উঠে নিজস্ব আচরণ। 

আয়নায় যে প্রতিবিম্ব দেখায় সেটাই নিজের আসল চেহারা, 

মনের ভিতর লুকিয়ে থাকা জীবনের সুপ্ত সাহারা। 


মুখোশ পরে দিব্যি চলছে চেহারায় যায় না বোঝা, 

মনের আয়নায় মুখটাকে করা যায় কিন্তু সোজা, 

প্রতিবিম্বে ফেলে জীবনে নিজেকে করা যায় সমাধান, 

মুখোশ থেকে বেরিয়ে এসে জীবনে সব কিছু করো আদান প্রদান।