সৃষ্টি সাহিত্য যাপন বিষয়ঃ- কবিতা শিরোনামঃ- কেউ কি ভেবেছো আমাদের কথা কলমেঃ- উত্তম দত্ত তারিখঃ- ১৮/০৫/২০২১=================প্রায় চোদ্দ মাস ধরে আমাদের স্কুল বন্ধ হয়েছে,দেখতে পাইনি এই সময়ে সহপাঠী এবং সহপাঠীনিদের মুখ দেখতে আজকের এই মহ…
সৃষ্টি সাহিত্য যাপন
বিষয়ঃ- কবিতা
শিরোনামঃ- কেউ কি ভেবেছো আমাদের কথা
কলমেঃ- উত্তম দত্ত
তারিখঃ- ১৮/০৫/২০২১
=================
প্রায় চোদ্দ মাস ধরে
আমাদের স্কুল বন্ধ হয়েছে,
দেখতে পাইনি এই সময়ে
সহপাঠী এবং সহপাঠীনিদের মুখ দেখতে
আজকের এই মহামারী আবহে।
ইচ্ছে হচ্ছে একজন ছাত্র/ছাত্রী হিসেবে
নিজের স্কুলের পরিবেশ দেখতে,
কেমন রয়েছে আমার স্কুল এসময়ে
সেটাই বারবার আমার মনে পরছে।
কতদিন খাইনি টিফিন বন্ধুদের সাথে
স্কুলের টিফিন পিরিয়ডের সময়ে,
কতদিন খাইনি বকা অঙ্কের দিদিমণির থেকে
কতদিন হয়নি দেখা-সাক্ষাৎ স্কুলের সকলের সাথে।
পাইনি কতদিন আদর বাংলার শিক্ষকের থেকে
দৌড়ঝাপ বন্ধ স্কুলের মাঠেতে বন্ধু/বান্ধবীদের সাথে,
সারাদিন থাকি বন্দী গত চোদ্দ মাস ধরে....
জানি না কতদিন এই বন্দীদশা চলবে
কেউ কি ভেবেছো আমাদের কথা এ সময়ে।