#সৃষ্টি_সাহিত্য_যাপন#ভাগ্যিস_মৃত্যু_হয়_জীবনের_...!!!#কলমে_শুভেন্দু_গাঙ্গুলী#২৯শে_এপ্রিল_২০২১•••••••••••••••••••••••••••••••••••••••••✍️
পাথর দিয়ে পাথরের গায়ে খোদাই করা প্রতিটা অক্ষর আজ ইতিহাস হয়ে পড়ে আছে।আজ আর কোন গল্প শোনায়…
#সৃষ্টি_সাহিত্য_যাপন
#ভাগ্যিস_মৃত্যু_হয়_জীবনের_...!!!
#কলমে_শুভেন্দু_গাঙ্গুলী
#২৯শে_এপ্রিল_২০২১
•••••••••••••••••••••••••••••••••••••••••✍️
পাথর দিয়ে পাথরের গায়ে খোদাই করা প্রতিটা অক্ষর আজ
ইতিহাস হয়ে পড়ে আছে।
আজ আর কোন গল্প শোনায় না অক্ষরগুলো।
অথচ প্রতিটা অক্ষর একটা সময় এক একটা ভালো লাগার মুহুর্ত সৃষ্টি করেছিল।
প্রতিটা অক্ষরে ফুটে উঠতো আসমুদ্রহিমাচল তোলপাড় করা
জোয়ার ভাটার টান।
আর আজ থর মরুভূমির মতো
চারিদিকে শুধু তপ্ত বালির হাহাকার একফোঁটা বৃষ্টির অপেক্ষায়।
শুনেছি ইতিহাসের পুনরাবৃত্তি হয় নাকি !
মহামারীর আতঙ্কও নাকি প্রতি একশ বছরে ফিরে আসে।
ভালোবাসাও তো একপ্রকার মহামারী,
একপ্রকার সংক্রমণ।
আজ পাথরের গায়ে খোদাই করা ভালোবাসাতে
প্রাণ পাওয়া তো দূর,
মানুষে মানুষেই ভালোবাসার সংক্রমণই ছড়ায় না এখন আর।
এই ব্যাপারে মানুষ কিন্তু
বেশ দূরত্ব বজায় রেখে চলে।
ভালোবেসে কাউকে আপন করাটাই যে অসুখ এখন।
তাই আর কেউ সংক্রমিত হতে চায়না।
আর মানুষ এটা ভালোই বোঝে।
একমাত্র ভালোবেসে পাগল হওয়া মানুষগুলোই পাগল হয় বারবার ভালবাসার জন্য।
তাই হয়তো
পাগলের মতোই সেই অক্ষরগুলোতে প্রাণ খুঁজে বেড়ায় আজও।
যদিও জানে এই ইতিহাসের পুনরাবৃত্তি হবেনা কোনদিন।
জানে যে যায় সে ফিরে আসার জন্য যায়না।
ভাগ্যিস সময় থেমে থাকেনা এই যন্ত্রমানবদের পৃথিবীতে।
"ভাগ্যিস মৃত্যু হয় জীবনের" !
জীবনের সাহচর্যে থেকে থেকে ভালোবাসারও মৃত্যু হয় এখন !
কেউ মনে রাখেনা এখন কিছু।
তৈরি হয়না আর লায়লা-মজনু,সোনি-মহিওয়াল, রোমিও-জুলিয়েটের মতো অমর প্রেমগাঁথা !
তাই হয়তো পাথরে খোদিত ভালোবাসার অক্ষরগুলো যন্ত্র দ্বারা টুকরো টুকরো হয়ে ভালোবাসাহীন মানবসভ্যতার রাস্তা তৈরির কাজে লাগে
ব্যস্ততার ব্যাপ্তি ঘটিয়ে যন্ত্রের মতো ঘুরপাক খাওয়ার জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত-আগামী পৃথিবীকে আরও আরও ভালোবাসাহীন করার লক্ষ্যে।
"ভাগ্যিস মৃত্যু হয় জীবনের"...
নাহলে... ... ...
|||===|||===|||