Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম :- রচয়িতার সন্ধানে    কলমে :- শুভ্রজিৎ মণ্ডল তারিখ :- 05/05/2021
মনের একান্ত গোপন প্রেমিকা            নাম রেখেছিলাম তার উদ্ভাবনী কণা। পূর্ণ করে রেখেছিল সে আমায়            দিয়ে শুধু প্রেম নামের নিগূঢ় শূণ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম :- রচয়িতার সন্ধানে 

   কলমে :- শুভ্রজিৎ মণ্ডল 

তারিখ :- 05/05/2021


মনের একান্ত গোপন প্রেমিকা 

           নাম রেখেছিলাম তার উদ্ভাবনী কণা। 

পূর্ণ করে রেখেছিল সে আমায়

            দিয়ে শুধু প্রেম নামের নিগূঢ় শূণ্যতা।

হয়তো তার বিরহে জ্বলেছি আগুন হয়ে 

             কখনো আবার শীতল হিমাঙ্ক প্রায়। 

পলকহীন দৃষ্টিতে খুঁজেছি তার–

         চোখে কেবল গহীন সৃষ্টির অনুপ্রেরণা। 

অনেকবার রক্তঝরা পায়ে অসহ্য হয়ে ফিরেছি...


বিনিদ্র কতো রাত্রি কেটেছে 

        ক্লান্তিহীন নিঃসঙ্গ হাত দুটির প্রতিক্ষায়। 

যদি কখনো সে ধ্বংসে জ্বলে যাওয়া 

আমার অতৃপ্ত বাসনার জ্বালা নেভাতে আসে।

সেই বিশ্বাসে আজও 

                 এই অজানা পথে এগিয়ে চলেছি...

আমার ভ্রমণের পথ সীমাহীন 

   মিশেছে আকাশের শেষ সীমারেখার কাছে।


মিছিলের মতো ক্ষিপ্র গতিতে ধেয়ে চলছে

          সেই প্রান্তরে, কতো চেনা-অচেনা মুখ। 

প্রত্যাশা সকলের প্রায় এক, 

                       কখনো যদি আলোর সন্ধানে 

   ঘুচে যায় সকল অন্ধকারের অপবাদ।


হয়তো তারা জীবনের শেষ নিঃশ্বাসে 

 পেলেও পেতে পারে সেই আলোর রচয়িতাকে!

অথবা অন্তহীন এই গতিধারা

                               এগিয়ে যাবে যুগান্তর ধরে...

 

       

                 সমাপ্তি ➤


ভাণ্ডারখালী, হিঙ্গলগঞ্জ, ৭৪৩৪৩৯