সৃষ্টি সাহিত্য যাপন বিভাগ :কবিতা শিরোনাম: পেটের জ্বালায়কলমে: মিঠু সাধুখাঁতারিখ:১৮/০৫/২০২১
ঝামর চুলে শাকটি তুলে বেচছে বসে চাচি, বিকায় না শাক শুকায় রোদে কেমনে মোরা বাঁচি। মাছ, মাংস, ফলের দোকান উপচে পড়া ভিড়েবাবু মানুষ খাচ্ছে এসব…
সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ :কবিতা
শিরোনাম: পেটের জ্বালায়
কলমে: মিঠু সাধুখাঁ
তারিখ:১৮/০৫/২০২১
ঝামর চুলে শাকটি তুলে বেচছে বসে চাচি,
বিকায় না শাক শুকায় রোদে কেমনে মোরা বাঁচি।
মাছ, মাংস, ফলের দোকান উপচে পড়া ভিড়ে
বাবু মানুষ খাচ্ছে এসব এতে ইমিউনিটি বাড়ে।
বলছে মানুষ বয়সটা বেশি থাকতে হবে ঘরে
পেটের জ্বালায় ছুটে মরি পরের দোরে দোরে।
বছর ভরে আশায় ছিলাম আসবে খুশির ঈদ
যাকাত দেবে মুক্তহস্তে খুশিতে গাইবো গীত।
ঈদের দিনে সকালবেলা ফিরনি পায়েস খাবো
নতুন শাড়ি পড়ে খুশিমনে আল্লার নাম নেবো।
ঈদ হয়েছে ঘরে ঘরে , জৌলুস নেই তার
পাইনি কিছু এবারেও মুখ যে সবার ভার।
রোজগার নেই দু'বেলা কেমনে ভরাবো পেট!
নুন আনতে পান্তা ফুরায় মাথা হয়েছে হেঁট।
মিনতি করি ওগো বাবু! যদি কিনতে দু'এক আঁটি,
মোদের ঘরে ও চুল্লি জ্বলতো, শ্রমটা হতো না মাটি!