Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

।। পথ প্রদর্শক।। 
ধন্য হে ভারত পথিক রাজার রাজা, হে মহামানব অটল মানব ধর্মে।  বেজেছিলো যে বড়ই ব্যথা মর্মে মর্মে,  চিতার আগুনে জ্বলে কত প্রাণ তাজা।  বৈধব্যের পরিণতির কেমন সাজা!  সমাজের কুপ্রথ…




।। পথ প্রদর্শক।। 

ধন্য হে ভারত পথিক রাজার রাজা, হে মহামানব অটল মানব ধর্মে। 
বেজেছিলো যে বড়ই ব্যথা মর্মে মর্মে, 
চিতার আগুনে জ্বলে কত প্রাণ তাজা। 
বৈধব্যের পরিণতির কেমন সাজা! 
সমাজের কুপ্রথা প্রকাশিত যে কর্মে, 
জ্বলে পুড়ে ওড়া ছাই কেন চক্ষুচর্মে? 
নব যুগ সূচনায় জয় ডঙ্কা বাজা--

ধুয়ে গেল গ্লানি ঐ বরণ ডালা সাজা, 
 সুরক্ষিত হলো যে নারী কবচ-বর্মে। 
ব্যথায় নেভানো আগুন ছিল না সোজা। 
যুগে যুগে আসে দেখি গ্লানি নানা ধর্মে;
ধুয়ে পাপ তুমি যে রামমোহন রাজা, 
এক ব্রহ্মে পূজে পথ দেখিয়েছো কর্মে।। 

                   © সুভাষ মিত্র ✍

প্রাতঃস্মরণীয় ভারতপথিক রাজা রামমোহনের আদর্শে চতুর্দশপদীতে শ্রদ্ধা। 

চিত্র----সুভাষ মিত্র
(হুগলী জেলার রাধানগরে রাজা রামমোহনের জন্মস্থান)