Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ইদে কম মেট্রো

দেবাঞ্জন দাসশুক্রবার ইদের জন্য কিছুটা কম সংখ্যক মেট্রো চলবে। মেট্রোরেল এর পক্ষ থেকে জানানো হয়েছে ঐদিন ১৯২ টি ট্রেনের জায়গায় ১৪৪ টি ট্রেন চালাবে মেট্রো রেল কর্তৃপক্ষ।তবে দিনের প্রথম এবং শেষ ট্রেনে ছাড়ার সময় এর কোনো পরিবর্তন হ…


দেবাঞ্জন দাস

শুক্রবার ইদের জন্য কিছুটা কম সংখ্যক মেট্রো চলবে। মেট্রোরেল এর পক্ষ থেকে জানানো হয়েছে ঐদিন ১৯২ টি ট্রেনের জায়গায় ১৪৪ টি ট্রেন চালাবে মেট্রো রেল কর্তৃপক্ষ।

তবে দিনের প্রথম এবং শেষ ট্রেনে ছাড়ার সময় এর কোনো পরিবর্তন হচ্ছে না। 

দিনের প্রথম ট্রেন দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ, দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ ছাড়বে সকাল আটটায় । 


দিনের শেষ ট্রেন ছাড়বে : 

দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ- রাত ৭ টা ৪৮ মিনিট।

দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ ট্রেন ছাড়বে - রাত ৮টা। 

আপাতত টোকন ব্যবস্থা চালু হচ্ছে না।