Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্যে লকডাউন ঘোষণা করায় পানশিলার ফুলবাজার ফের অনিশ্চয়তার মুখে

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট : পূর্ব মেদিনীপুর জেলার পানশিলায় নতুন করে ফুল বাজার বসার কথা সোমবার থেকে। রাজ্য প্রশাসক লকডাউন ঘোষণা করায় নতুন স্থানে ফুল বাজার বসাকে কেন্দ্র করে তৈরি হয়েছে অনিশ্চিয়তা। পানশিলার ফুল বা…



বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট : 

পূর্ব মেদিনীপুর জেলার পানশিলায় নতুন করে ফুল বাজার বসার কথা সোমবার থেকে। রাজ্য প্রশাসক লকডাউন ঘোষণা করায় নতুন স্থানে ফুল বাজার বসাকে কেন্দ্র করে তৈরি হয়েছে অনিশ্চিয়তা। পানশিলার ফুল বাজার খোলার সিদ্ধান্তে চাষিরা ওই স্থানে যাবে কিনা তা নিয়ে তাদের মধ্যেই চলছে নানা কথা। বর্তমানে হাওড়া ফুল বাজারে ব্যবসায়ীদের দেখা নেই। কোলাঘাট ও দেউলিয়া ফুল বাজার থেকেই হাওড়ায় ফুল বাজারে যায় বেশিরভাগ ব্যবসায়ীর ফুল। বেশ কয়েক বছর ধরে দাবি করে আসা হচ্ছিল ছ নম্বর জাতীয় সড়কের উপর বসা ফুল মার্কেট অন্যত্র বসার ব্যবস্থা করে দিক প্রশাসন। লাল ফিতার বাধন কাটলেও প্রশাসনের সিদ্ধান্তের ফের অনিশ্চিয়তা লক্ষ্য করা যাচ্ছে চাষীদের বিভিন্ন কথাবার্তাতেই। রাজ্য সরকার নতুন করে সেট বানিয়ে দিলেও লকডাউন ঘোষণা করার ফলে ফুল মার্কেট কতখানি জমজমাট হবে তা নিয়ে প্রশ্ন ইতিমধ্যেই তৈরি হয়েছে। কোলাঘাটের বিডিও প্রশাসনিক সভায় সময় কমিয়ে বাজার চারটে থেকে সকাল সাতটা পর্যন্ত চালু রাখার কথা বলেছেন। সেই সঙ্গে কঠোরভাবে করোনা বিধি , মাক্স লাগানো দূরত্ব বজায় রাখা এবং স্যানিটাইজার এর ব্যবহারের বাধ্যতামূলকভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও তাপস হাজরা, কোলাঘাট থানার ওসি রাজকুমার দেবনাথ, জেলা ফুল চাষি ও ব্যবসায়ীরা সমিতি'র সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ ,গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ বাজারের ব্যবসায়ীর নেতৃত্বরা। কোলাঘাট ও দেউলিয়া রাজ্যের দ্বিতীয় ও তৃতীয় ফুল বাজার। এই বাজারে হাজার হাজার মানুষের ভিড়ের সঙ্গে লক্ষ লক্ষ টাকার ফুল আমদানি রপ্তানি হয়। এখন দেখার বিষয় ছ নম্বর জাতীয় সড়কের ধারে পানশিলায় ব্যবসায়ীদের কতখানি চাষীদের মুখে ব্যবসায়ী কেন্দ্রিক লেনদেনের মাধ্যমে হাসি ফোটাতে পারে তা নিয়ে চাষী মহলের কাছেই প্রশ্ন।