Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাকবিতা – উদাসী জ্যোৎস্না চাঁদবিভাগ – পদ্য কবিতাকবি –  স্বপন গায়েনতারিখ – ০৪/০৫/২০২১ **********************
জ্যোৎস্নার রঙ আবীর মাখানোলাল হলুদ সবুজ -ভালোবাসা রঙ ক’জন বোঝেপ্রেমিক প্রেমিকা অবুঝ!
সোহাগের নদী উচ্ছল …

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

কবিতা – উদাসী জ্যোৎস্না চাঁদ

বিভাগ – পদ্য কবিতা

কবি –  স্বপন গায়েন

তারিখ – ০৪/০৫/২০২১ 

**********************


জ্যোৎস্নার রঙ আবীর মাখানো

লাল হলুদ সবুজ -

ভালোবাসা রঙ ক’জন বোঝে

প্রেমিক প্রেমিকা অবুঝ!


সোহাগের নদী উচ্ছল স্রোতে

ভেসে যায় বহুদূরে

ভৈরবী রাগে মূর্ছনা জাগে

সুখের সুরভী নীড়ে।


পলাশের ছোঁয়ায় শরীরে সুগন্ধ

হৃদয় লেগেছে আগুন

পূর্ণিমা চাঁদ জোনাকির আলো

ফিরে ফিরে চায় ফাগুন।


জনম জনম ভালোবাসা খেলা

উদাসী জ্যোৎস্না চাঁদ

সোহাগের ঘোরে মিলন পিয়াসী

পেতেছো লোভের ফাঁদ!


বৈশাখী মেঘ ঈশান কোণে

দিচ্ছে কেবল উঁকি

প্রেমিক প্রেমিকা তবুও কেন

নেয় সোহাগের ঝুঁকি!


    ****