ভালোবাসার রোদ্দুরনদেরচাঁদ হাজরা১০.৬.২০২১
ভালোবাসার রোদ্দুরএখন তিক্ত হয়ে উঠেছেমনে হয় শুধু গেলে বাঁচিজ্বালা ধরাচ্ছে সারা শরীরেমনকে করছে দগ্ধপুড়িয়ে দিচ্ছে সবকিছু ৷
অথচ একবারও বলতে পারিনাঃতোমাকে চাইনাতুমি এসোনা কোনোদিন৷
আসলে তোমার জন্য …
ভালোবাসার রোদ্দুর
নদেরচাঁদ হাজরা
১০.৬.২০২১
ভালোবাসার রোদ্দুর
এখন তিক্ত হয়ে উঠেছে
মনে হয় শুধু গেলে বাঁচি
জ্বালা ধরাচ্ছে সারা শরীরে
মনকে করছে দগ্ধ
পুড়িয়ে দিচ্ছে সবকিছু ৷
অথচ একবারও বলতে পারিনাঃ
তোমাকে চাইনা
তুমি এসোনা কোনোদিন৷
আসলে তোমার জন্য আমরা আছি বেঁচে
তুমি আমাদের ভালোবাসা
তোমাকে নিবিড় করে চাই
চাই প্রাণিত সত্ত্বায়
চাই হৃদয়ের ভিতরে বাইরে ৷
অথচ একটু বেশী হওয়ায়
আজ তোমাকে দুষছি শুধু
ভালোবাসার জন্য ৷