Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#দৈনিক_সেরা_কলম_সম্মাননা #শিরোনামঃ সাঁঝনামা #কলমেঃ মধুপর্ণা বসু #তারিখঃ ৯/৬/২০২১
সাঁঝবাতি তুই আমার ঘরে নিঝুম রাতে ;ভোর দেখিনি, রাতের সাথে সখ্যতাতে; অসুখ মনের বুকে হাঁটে অসারতা  চৌকিদারী হিমেল হাওয়ায়, স্তব্ধ কথা। 
এদিকওদিক ছন্নছাড়া …

 


#দৈনিক_সেরা_কলম_সম্মাননা 

#শিরোনামঃ সাঁঝনামা 

#কলমেঃ মধুপর্ণা বসু 

#তারিখঃ ৯/৬/২০২১


সাঁঝবাতি তুই আমার ঘরে নিঝুম রাতে ;

ভোর দেখিনি, রাতের সাথে সখ্যতাতে; 

অসুখ মনের বুকে হাঁটে অসারতা  

চৌকিদারী হিমেল হাওয়ায়, স্তব্ধ কথা। 


এদিকওদিক ছন্নছাড়া ঝুপড়ী মাদুর 

রাতের শেষে ঘুমিয়ে সারা, ভুলো কুকুর 

ভীষণ কুঁড়ে শীতঘুমেতে কুঁকড়ে ডাকে,

ভাদ্র মাসের যৌন গন্ধে ব্যস্ত থাকে। 


চোখের পাতায় মৃত্যু নাচে বেয়াদবি    

রক্ত মাংস চিবিয়ে বলে, শহিদ হবি, 

জাবড় কেটে যক্ষা জীবন খুঁচিয়ে খাবে,

কুকুর মানুষ,আর যত কীট বাঁচবে কবে। 


জন্ম খিদে,জন্ম দেবে, রাত পোহাবে,

ঝুপড়ী থেকে শ্মশানেতে মন জুড়োবে।

প্রশ্নগুলো ভীষণ চেঁচায় বোবা মনে 

ছেঁড়া জীবন রিফু করি প্রয়োজনে।