Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

গদ্য কবিতাশিরোনামঃ ঘুম ঘুম চোখেকলমে-রওশনারা খাতুন০৭/০৬/২০২১
অন্তরের আঁচলে বেঁধে রাখা ভালোবাসাহাঁসফাঁস কষ্টেহার্ট অ্যাটাক করে মাথা ঘুরে পড়ে।পরিহাসপ্রিয়  অভিমানেসন্ধ্যার প্রকৃতির ছদ্মবেশের সাথেসাধ,, স্বপ্ন ,,আশাঝাপসা হয়ে ওঠে।ব্যর…

 


গদ্য কবিতা

শিরোনামঃ ঘুম ঘুম চোখে

কলমে-রওশনারা খাতুন

০৭/০৬/২০২১


অন্তরের আঁচলে বেঁধে রাখা ভালোবাসা

হাঁসফাঁস কষ্টে

হার্ট অ্যাটাক করে মাথা ঘুরে পড়ে।

পরিহাসপ্রিয়  অভিমানে

সন্ধ্যার প্রকৃতির ছদ্মবেশের সাথে

সাধ,, স্বপ্ন ,,আশা

ঝাপসা হয়ে ওঠে।

ব্যর্থতা,, অপূর্ণতার যন্ত্রণাগুলো

জং ধরা পেরেকের মত

হৃদয়ে গোপনে বিঁধে।

অজানা কোন সে সালের কোন তারিখের

ভোরের ফুলের সুবাসে

নির্জন নিশুতি রাতে

ডানা ঝাপটে মনোপাখি

 ছুটে যায় দিগন্তে,,, উড়ে চলে আকাশপথে,,,

ধান খুঁটে খায়

খড়কুটো জোগাড় করে,,,

বুকভরা জ্বালা নিয়েও ,,অক্লেশে

আশায়,, হেঁটে যায় স্বপ্নের পাহাড় দিয়ে।

ঘুম ঘুম চোখে

একদিন ঠিক পৌঁছে যাবে

নির্ভীক শান্তিনীড়ের দ্বারে।