Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

অপরূপা তুমি, আদিত্য সেন 
তোমার সৌন্দর্যে মুগ্ধ আমার ভুবনতোমার ছন্দ সুরে আছে মাতাল করা টানশত শত ভিড়ের মাঝে তুমি এক আমার অন্ত ঠিকানা, তোমার শরীর হতে বয়ে আশা শীতল হিমবায়ু ভেজায় আমার মন পাবণ।
তুমি আমার অনাবিল সুখতুমি মিশছো আমার অন্তর…

 


অপরূপা তুমি, 

আদিত্য সেন 


তোমার সৌন্দর্যে মুগ্ধ আমার ভুবন

তোমার ছন্দ সুরে আছে মাতাল করা টান

শত শত ভিড়ের মাঝে তুমি এক আমার অন্ত ঠিকানা, 

তোমার শরীর হতে বয়ে আশা শীতল হিমবায়ু 

ভেজায় আমার মন পাবণ।


তুমি আমার অনাবিল সুখ

তুমি মিশছো আমার অন্তর পাড়ে

শান্ত করেছো উত্তাল সমুদ্র।

তুমি ঝর্ণা 

তুমি রুপোলি চাঁদ 

তুমি উর্বশী, 

তুমি উষসী

তুমি মোর প্রিয়তমা, প্রেমের প্রেয়সী।

তুমি রৌদ্র মেখে স্বর্ণমহী

উপছে পড়ো আমায়

তুমি লাবন্য প্রকৃতি

খুঁজে পাই তোমার প্রেমের ওই আঁকাবাকা পথেও 

আসবো শতবার প্রকৃতির টানে

পাহাড় সুন্দরীর প্রেমের ছন্দে।