সহস্র ব্রুটাসের ভিড়ে একলা সিজার। ডোনা সরকার সমাদ্দার। তারিখ -23/06/2021
বর্ষার অঝোর বর্ষণেক্লান্ত বিপন্ন একলা আমি। অতীতের ঋণ সব ঝেড়ে ফেলে দিয়েপরগাছাগুলো একে একে মাথা তুলে দাঁড়িয়েছে। হাত পেতে থাকা মানুষ জনের মধ্যেকোন কৃতজ্ঞত…
সহস্র ব্রুটাসের ভিড়ে একলা সিজার।
ডোনা সরকার সমাদ্দার।
তারিখ -23/06/2021
বর্ষার অঝোর বর্ষণে
ক্লান্ত বিপন্ন একলা আমি।
অতীতের ঋণ সব ঝেড়ে ফেলে দিয়ে
পরগাছাগুলো একে একে মাথা তুলে দাঁড়িয়েছে।
হাত পেতে থাকা মানুষ জনের মধ্যে
কোন কৃতজ্ঞতা আর চোখে পড়ে না,
পরভোজীগুলো আজ খুঁজছে তাদের ঠিকানা,
ভীড় জমিয়েছে অন্য কোথাও
যেখানে নতুনভাবে প্রাপ্তি হবে।
ত্যাগ, আদর্শ, ভালোবাসা দিয়ে বাঁধতে চেয়েছিলাম,
দেখি সে বাঁধনও খুলে গেছে,
স্বার্থপরতার তীব্র নিঃশ্বাসে।
এদিক ওদিক ছুটে বেড়াই একটু শান্তির খোঁজে।
একে একে সবাই মুখ ঘোরাচ্ছে।
যদি অতীত এসে দাঁড়ায় সম্মুখে,
চায়না চায়না বিস্তৃত অতীত
ঐ নির্লজ্জ অকৃতজ্ঞ ছায়াগুলো।
আজ অনেককে ঝেড়ে ফেলে দিয়ে
বড্ড হালকা বুঝি আমি?
শত সহস্র ব্রুটাসের ভিড়ে।
একলা সিজার আমি।