দৈনিক সেরা সম্মাননাগদ্য কবিতা শিরোনাম -বাস্তবকলমে ## আমি সুচিত্রা ##23/06/2021
যে ক্ষতি, চিন্তার বুদ্ বুদের পরিধি বাড়ায় সারাদিন ঘড়ির কাঁটা সুপ্ত কষাইয়ের মতোলঘুচোখে দেখি মাথার উপরে আগুন সূর্য চেনা অচেনার ভীড়ে ছুটছি অনবরতদ্রোহ…
দৈনিক সেরা সম্মাননা
গদ্য কবিতা
শিরোনাম -বাস্তব
কলমে ## আমি সুচিত্রা ##
23/06/2021
যে ক্ষতি, চিন্তার বুদ্ বুদের পরিধি বাড়ায়
সারাদিন ঘড়ির কাঁটা সুপ্ত কষাইয়ের মতো
লঘুচোখে দেখি মাথার উপরে আগুন সূর্য
চেনা অচেনার ভীড়ে ছুটছি অনবরত
দ্রোহের কড়াল গ্রাসে।
বিভীষিকা দেখেছি সেদিন নির্মম এক পরিহাসে
মনের গহরে জাগে দুর্বার প্রতিরোধ্য চেতনা
চেয়ে দেখি পিঁপড়ের সারিবদ্ধতার আঙ্গিনার বেড়া
বহুদিন পরে ফিরতে ইচ্ছে করে মাটির নিকানো ঘরে
এখনো দুচোখের পাতায় ভীড় করে আসে আঘাত জর্জরিত শব্দের ব্যঞ্জনায় একটা বসতভিটের কথা।
চিন্তার বুদ্ বুদে চেয়ে দেখি বাবুইপাখির চঞ্চুতার শিল্পের বড়াই
" আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে,,
শুধু চিন্তার বুদ্ বুদে ভাসি পৃথিবীর সাগর জলে।